সেরা ৪৫টি প্রেমের কবিতা । premer kobita

সেরা ৪৫টি প্রেমের কবিতা । premer kobita

সেরা প্রেমের কবিতা খুঁজছেন? এখানে পাবেন বাংলা ভাষায় লেখা ৪৫টি হৃদয়ছোঁয়া প্রেমের কবিতা (Premer Kobita)। রোমান্টিক কবিতা, কষ্টের প্রেমের কবিতা, ভালোবাসার ছোট কবিতা সহ আরও অনেক কিছু। প্রেমিক-প্রেমিকার জন্য উপযুক্ত বাংলা প্রেমের কবিতা সংগ্রহ করুন আজই!


প্রেমের কবিতা
প্রেমের কবিতা


বাংলা প্রেমের কবিতাঃ এই পোস্টে কিছু বাছাই করা সুন্দর প্রেমের কবিতা ,ভালোবাসার কথা , ( Premer Kobita),ও ছোট প্রেমের মিষ্টি কথা ,আর প্রেমের ছন্দ ও কথা দিয়ে সাজানো ,আমরা অনেক সময় ভালোবাসার মানুষকে খুশি করার জন্য ,কিছু ভালোবাসার ছন্দের কথা খুঁজি ? তাই সেই ভালোবাসার মানুষদের জন্য এই পোস্টে কিছু সুন্দর প্রেমের কবিতা ও ছন্দ দেওয়া হল ,এই ছন্দ ও কবিতাগুলি আপনি কপি করে আপনার প্রিয়জকে শেয়ার করতে পারেন , আর এই ছন্দ ও কবিতা দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করতে পারেন। 

আমাদের দেওয়া সেরা বাছাই করা প্রেমের কবিতা ও ছন্দ ,সেগুলি আপনার প্রেমিক প্রেমিকার  মনে  আপনার জন্য ভালোবাসা বাড়াতে পারে। ছোট ও শর্ট বাংলা প্রেমের ছন্দ ও কবিতা।

আরও পড়ুন -


সেরা ৪৫টি প্রেমের কবিতা | Premer Kobita
১.
তোমার চোখে ভালোবাসা,
আমার মনে হাহাকার।
তোমায় পেলে জীবন হতো,
একটা স্বপ্নের উপহার।

২.
তুমি বলো না কিছু, তবু বুঝি,
তোমার চোখে লেখা ভালোবাসা।
কথার চেয়ে বেশি বলে,
চোখের সেই নীরব ভাষা।

৩.
তোমার নামের ছায়া পড়ে,
আমার প্রতিটি পৃষ্ঠায়।
তোমায় ছাড়া দিনগুলো,
শুধুই ফাঁকা রাস্তায়।

৪.
ভালোবাসা যদি অপরাধ হয়,
তবে আমি অপরাধী হবো চিরকাল।
তোমায় ভালোবাসার দোষে,
আমার হৃদয় হোক কালো তাল।

৫.
হাতে হাত, চোখে চোখ—
তবুও দুরত্ব রয়েই যায়।
মন তো চায় শুধু তোমাকে,
যতই দিন যায়, প্রেম বাড়ে।

৬.
তোমার সাথে কাটানো মুহূর্তগুলো,
আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা।
তোমার হাসির শব্দে বাজে,
ভালোবাসার সুরে গীতিতা।

৭.
তুমি পাশে থাকো,
সারাটা দিন মধুর হয়।
তোমার স্পর্শে জেগে ওঠে,
প্রেমের অদ্ভুত আলোড়ন।

৮.
চোখের তারায় লুকিয়ে রাখি,
তোমার সব কথা।
তুমি ছাড়া জীবনটা শুধু,
শূন্যতা আর ব্যথা।

৯.
তোমার প্রেমে পুড়েছি আমি,
তবু তৃপ্তি পাই।
তোমার নামেই জীবন সাজাই,
তোমার পথেই চলি ভাই।

১০.
তোমার হাসি যেন শ্রাবণের বৃষ্টি,
শরীর ভিজে, মনও ভিজে।
তোমায় দেখে বারবার ভাবি,
এই প্রেমের শেষ কী লিখে?



১১.
একটা কবিতা লিখেছিলাম,
তোমাকে নিয়েই।
ভেবেছিলাম শুধু তুমি পড়বে,
আর আমায় চিরতরে নিঈ।

১২.
ভালোবাসা মানেই শুধু পাওয়া নয়,
ভালোবাসা মানে অপেক্ষা।
যদি না থেকেও পাশে থাকো,
তবু হৃদয়ে চিরস্থায়ী থাকে।

১৩.
ভালোবাসি বলেছিলে,
তোমার চোখ ছিল নীরব।
তবু তাতে মিলেছিল,
হৃদয়ের সব শব্দ।

১৪.
যদি কখনো দূরে যাই,
মনে রাখো ভালোবেসেছি।
তোমার জন্য প্রতিটি নিশি,
কান্না আর স্বপ্নে ভেসেছি।

১৫.
তুমি আমার সাহস,
তুমি আমার গান।
তুমি না থাকলে যেন,
সব কিছুই থাকে অজান।

১৬.
তোমার অনুপস্থিতি বুঝিয়ে দেয়,
তুমি কতটা প্রিয়।
তোমার ভালোবাসার জন্যই,
আমার সবকিছু দিয়েছি দিয়ে।

১৭.
চোখে চোখ পড়লে বুঝি,
তুমি আমায় ভালোবাসো।
তোমার স্পর্শে মিশে যায়,
আমার হৃদয়ের ভাষা।

১৮.
প্রেম মানেই তো তুমি,
আর তোমাকে ঘিরেই আমি।
তোমার ভালোবাসায় গড়া,
আমার পৃথিবীর প্রতিটি ছবি।

১৯.
তোমার মনে যদি আমি থাকি,
তবে চলো স্বপ্ন বুনি।
ভালোবাসার নতুন গল্পে,
আমি হবো তুমি, তুমি আমি।

২০.
ভালোবাসা ছুঁয়ে গেছে,
তোমার নামের ছায়ায়।
জীবনের সব সুখ খুঁজে পাই,
তোমার ছোট্ট হাসায়।

প্রেমের কবিতা ও ভালোবাসার কবিত


ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে .. 
মন তাকে দেওয়া যায়, যে অনুভব করতে জানে !.. 
বিশ্বাস তাকে কর, যে রাখতে জানে .. 
আর ভালোবাস তাকে, যে ভালোবাসা দিতে জানে..........



যদি ভালোবাসা বিশেষ কিছুর উপরনির্ভরকরে 
গড়ে ওঠে তাহলে সেই বিশেষকিছু হারিয়ে গেলে ভালবাসাওহারিয়ে যায়!!
 কিন্তু যে ভালোবাসা কোনকিছুর উপর ই নির্ভর করেনা
 সেটাইচিরজীবনের জন্য থেকে যায় এটাকেই হয়ত বলে "স্বার্থহীন ভালবাসা"  

""মন দেখে ভালবাসো, ধন দেখে নয়""""
গুন দেখে প্রেম কর, রুপ দেখে নয়""""
রাতের বেলায় সপ্ন দেখ, দিনের বেলায়নয়"" ""
একজনকে ভালবাস, দশ জনকে নয়"" 



খুঁজিনি কারো মন তোমার মনপাবো বলে!!
 ধরিনি কারো হাত তোমার হাতধরবো বলে!!
 হাঁটিনি কারো সাথে তোমারসাথে হাঁটবো বলে!! 
বাসিনি কাউকে ভালতোমাকে বাসবো বলে! 


 মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা।
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা। - 



অল্প অল্প করে তুমি এ হৃদয়ে এ প্রেম জাগালে,
তাইত আমি পাগলের মত ভালো ভালবাসি তোমারে,
সারা জীবন তোমার সাথে করথে চাই বসবাস।… 



চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আরও সুন্দর তুমি
তোমায় পেয়ে দুনিয়াতে সব পেয়েছি আমি।।


প্রিযতম কাছে এসো 
আর দূরে থেকো না !!
পাব কাছে কবে আমি 
ঠিক করে বলো না !!



জানিনা তুমি কে..আর কেনইবা ডাকি তোমায় আমি ,
তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি,
তুমিথ অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী। 



তোমায় ছেড়ে ওগো প্রিয়া 
কোথায় আমি যাবো  !!
তোমায় মতো চিরসাথী আমি 
আর কোথায় পাবো !!!



তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালবেসো.....
 আমাকে নয়,অন্য কাউকে..... 
তবে তোমার মতো করে নয়,আমার মতো করে...... 
যাতে কোন চাওয়া থাকবে না,থাকবে না কোন প্রাপ্তি। থাকবে শুধুই প্রতিক্ষা....... 



প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান ,
২টি পাখির ১টি নীর ,১টি নদীর ২টি তির ,
২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা 



পৃথিবীটা তোমায় থাক 
পারলে একটু নীল দিও 
আকাশটা তোমায় থাক 
পারলে একটু তারা দিও 
মেঘটা তোমায় থাক 
পারলে একটু ভিজতে দিও 
মনটা তোমারি থাক 
পারলে একটু জায়গা দিও !!!




খুজিনি কারো মন 
তোমায় মন পাবো বলে ,
ধরিনি কারো হাত 
তোমার হাত ধরবো বলে 
হাঁটিনি কারো সাথে 
তোমার সাথে হাটবো বলে 
কাউকে বাসিনি ভালো। 
তোমায় ভালোবাসি বলে। 



“কাঠগোলাপের সাদার মায়ায় আমরা যাবো ভেসে
স্বপ্নেরা সব উড়াল দেবে নীলকমলের দেশে,
কৃষ্ণচূড়ার থরে থরে সাজাবো স্মৃতির থালি
শেষ বিদায়ে সন্ধ্যাতারায় সাজিও পুষ্প ডালি।”



যেদিন  তোমার সাথে প্রথম 
পরিচিয় হয়েছিল ,
আমি তখন একবারও ভাবিনি 
যে  একদিন তুমি আমার একটা 
কাছের মানুষ হয়ে যাবে। 



অনেক অধিকার লুকিয়ে থাকে 
একটা কোথায় 
আমি তোমার কে ??
অনেক ভালোবাসা লুকিয়ে থাকে 
একটা কোথায় 
আমি তোমাকে ভালোবাসিনা !!!
অনেক ব্যাথা লুকিয়ে থাকে 
একটা কোথায় 
ঠিক আছে ,,,
অনেক কষ্ট লুকিয়ে থাকে 
একটা কোথায় 
ভালো থেকো !!!



Real Love  কি জানো ?
অদৃশ অনুভূতি ,
সাদৃশ স্পশ ,
একটু অভিমান ,
কিছুটা পাগলামি ,
সীমাহীন চাওয়া ,রাগারাগি।
it Real Love 


চেয়েছিলাম রাখবো বেঁধে 
যতই আসুক ঝড় 
নিজেই তুই ছিঁড়লি বাঁধন 
করলি আমায় পর 
যার জন্য ছিঁড়লি বাঁধন 
সে তোকে ভালোবাসুক 
আমার কাছে পুরোনো স্মৃতি 
আবেগ নিয়ে আসুক 
ভেজা বালিশ সাক্ষী থাকুক 
আমার ভালোবাসার 
অপেক্ষাতে রইলাম আমি 
তোর ফিরে আসার !!!

জীবন আছে মানেই কষ্ট থাকবে 
জীবন আছে
অনুভূতি -সব থেকে সুন্দর জিনিস 
অনুভব -যা স্পর্শ করা যায় না 
ভালোবাসা - মুখে বলে বোজানো সম্ভব নয় 
সম্মান -মানুষের ব্যবহারের উপর নির্ভর করে 
গুরুত্ব -তাকেই দিতে হয় যে তোমায় গুরুত্ব দেয় 
মূল্য -মূল্যটা তাকে যার জীবনে তোমার গুরুত্ব আছে 
মর্যাদা -তাকে যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে !!


 মানেই আঘাত আসবে 
জীবন আছে মানেই মন ভাঙ্গবে 
জীবন আছে মানেই বিশ্বাসঘাতক থাকবে 
জীবন আছে মানেই কেউ বেইমানি করবে 
জীবন আছে মানেই তোমায় বাঁচতে হবে 
জীবন আছে বলেই তো সুখের সন্ধানে হাজার হাজার কষ্টের মধ্যে !!



ভালোবাসার কথা 

ওই পাগল !
সারাদিন আমার 
পাগলামি গুলো সহ্য করার 
জন্য তোকেই চাই !!

ডেয়ার হবু  ...
তোমাকে আমি এত মিসস করি 
যে মাঝে মাঝে মনে হয় 
তোমার নামে থানায় মিসিং 
ডায়েরি করে আসি !!


ভালোবাসি কথাটা তুই 
শুনতে না চাইলেও ,
আমার বারবার বলতে 
ইচ্ছা করে !!!


পৃথিবীতে যে তোমাকে 
বেশি সন্দেহ করবে 
বুঝে নিও যে তোমাকে তার 
জীবনের চাইতে 
বেশি ভালোবাসে !!


জানতে খুব ইচ্ছা করে 
কেমনটি হলে তোর 
মনের মতো 
হতে পারতাম ??


যোগাযোগ ছাড়া কোনো 
সম্পর্ক হয় না ,
সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না 
আর বিশ্বাস ছাড়া 
কোন কিছুই দীর্ঘস্থায়ী হয় না !!



সহ্য করতে করতে 
দর্য্য হারিয়ে ফেলেছি 
তবুও মন কে বুজিয়ে চলেছি 
আজ না হয় কাল 
সব  ঠিক হয়ে যাবে !!



মুখে ঠিকই বলেছি ,
তার সাথে আর কথা  বলবো না 
অথচ মনে মনে ঠিকই  অপেক্ষা করে
থাকি সারাদিন 
তার একটা ফোন বা ম্যাসেজ এর !

প্রেমের কবিতা
প্রেমের কবিতা



প্রিয় পাঠকঃ আমাদের দেওয়া ৩০+ প্রেমের কবিতা । premer kobita গুলি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সএ লিখে জানান। আর শেয়ার করুন প্রেমের ছন্দ ও কবিতাগুলি আপনার সোশ্যাল প্রোফাইল। অথবা আপনার প্রিয়জনকে ম্যাসেজ করে পাঠাতে পারেন।



" আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই ৩০+ প্রেমের কবিতা । premer kobita  ছবিশেয়ার করুন " 


ধন্যবাদ   🙏💕

Comments

Archive