কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর ,ধাঁধা উত্তর সহ ছবি-Dhadha Bangla
আপনি কি ধাঁধা প্রশ্ন ও উত্তর (Dhadha Bangla) খুজেঁ ? তাহলে ক্লিক করুন ধাঁধা উত্তর সহ এক বিশাল নতুন ধাঁধার কালেকশন ,কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর ও বুদ্দির ধাঁধা ,মজার প্রশ্ন ও উত্তর। আপনি আমাদের দেওয়া ধাঁধা প্রশ্ন ও উত্তর দিয়ে আপনাদের প্রিয়জন বা পরিবারের মধ্যে মজা করতে পারেন। Riddles in Bengali যেটা আমরা বাংলায় ধাঁধা বলি।
ধাঁধা প্রশ্ন ও উত্তর |
Dhadha Bangla ,Riddles in Bengaliগুলি খুব সহজে কপি করে আপনার ফেইসবুক স্টেটাস এ দিতে পারেন আর ধাঁধা ছবি গুলি ডাউনলোড করতে পারেন একদম ফ্রীতে।
আরো দেখুন -
কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর -Dhadha Bangla
ধাঁধা প্রশ্ন #১
ঢোকে না , তবুও ঢোকাও ,
কেন পরের মেয়ে কাঁদাও পারলে উত্তর দাউ
উত্তরঃ হাতের চুড়ি
ধাঁধা প্রশ্ন #২
জননী থাকলে সপ্ত মাঝ সঙ্গ হল তো সকল কাজ
ধাঁধার উত্তর - সমাপ্ত
ধাঁধা প্রশ্ন #৩
মাথা পেট যাই কাটে না থাকবে পড়ে মাথা ,
পা গেলে সে রাখবে ধরে ,তরল পদার্থটা ,
তিন অক্ষরের বিখ্যাত নাম পারলে কি তা বলতে ?
ধাঁধার উত্তর - শিশির
ধাঁধা প্রশ্ন # ৪
চোর নয় ডাকাত নয় তবু কয়েদ ঘরে।
সময় মতো ঘাড় ধরে তার মুখ ঘষে খুব করে ? বলো তো কি ?
ধাঁধার উত্তর -দিয়াশলাই
ধাঁধা প্রশ্ন #৫
ফুটোরে মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে ,
কখনও খুলে থাকে ঘরে। কি বলতো ?
ধাঁধার উত্তর - তালাচাবি
ধাঁধা প্রশ্ন #৬
বলতো ১পাউন্ড তুলার চেয়ে
১ পাউন্ড লোহা কে বেশি ভারী ?
ধাঁধার উত্তর - দুটাই সমান
ধাঁধা প্রশ্ন #৭
ফুটোর মধ্যে দিয়ে ফাটা ,
নড়ছে পড়ছে আঠা ,
বলো ?
কি বুজলে বেটা ?
ধাঁধার উত্তর - দোয়াত ,কলম ,কালি
ধাঁধা প্রশ্ন #৮
কোন জিনিস আপনার ,
কিন্তু আপনার বন্ধুরা সবচেয়ে বেশি ব্যবহার করে ?
ধাঁধার উত্তর - নিজের নাম
ধাঁধা প্রশ্ন #
৯দুই অক্ষরের নাম আমার ,
পৃথিবীতে থাকি
শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি
ধাঁধার উত্তর- কাক
ধাঁধা প্রশ্ন #১০
আগে পিছে পা টি
মাঝখানে উরু , এই ধাঁধা যে
ভাঙ্গবে সে আমার গুরু
ধাঁধার উত্তর - পাউরিটি
ধাঁধা প্রশ্ন #১১
উপর থেকে পড়ল বুড়ি
রঙ্গিন জামা গায়।
যে পায় সে ঘরে নিয়ে ,
রস করে খাই।
ধাঁধার উত্তর- তাল
dhadha bangla- বাংলা ধাঁধার প্রশ্ন ও উত্তর সহ ,dhadha bangla with answer
ধাঁধা প্রশ্ন #১২
গাছ নেই ,শুধু পাতা
মুখ নেই ,কথা বলে
জীবন সঙ্গী করো
যদিও পাও তার দেখা।
ধাঁধার উত্তর - বই
ধাঁধা প্রশ্ন #১৩
কাঁচাতে যেই ফল
সর্বজনে খায়
পাঁকলে সেই ফল
গড়াগড়ি যায়
ধাঁধার উত্তর - ডুমুর
ধাঁধা প্রশ্ন #১৪
এই ঘরে যাই ,
ওই ঘরে যাই
দুম দমিয়ে আছাড় খাই।
ধাঁধার উত্তর - ঝাঁটা
ধাঁধা প্রশ্ন #১৫
কোন জিনিস কাটলে বাড়ে !
বলুনতো কি জিনিস
ধাঁধার উত্তর - পুকুর
ধাঁধা প্রশ্ন #১৬
লালা টুকটুক ছোট মামা ,
পায়ে পরে অনেক জামা।
বলুনতো কি ?
ধাঁধার উত্তর - পেঁয়াজ
ধাঁধা প্রশ্ন #১৭
হাত আছে ,
পা নেই ,বুক তার ফাটা
মানুষকে গিলে খায় ,নাই তার মাথা।
ধাঁধার উত্তরঃ শার্ট
ধাঁধা প্রশ্ন # ১৮
জলের মাঝে জন্ম হলো ,
দুই অক্ষরের প্রাণী
শেষ অক্ষর ছেড়ে দিলে হয়
মহারানী !!!
ধাঁধার উত্তর - মাছ
ধাঁধা প্রশ্ন #১৯
কোন জামা গায়ে দেওয়া যায় না।
ধাঁধার উত্তর - পায়জামা
বাংলা ধাঁধা প্রশ্ন #২০
ছোট বেলায় লম্বা, বড় হলে বেটে, বোলো আমি কে ?
বাংলা ধাঁধা উত্তর: ‘মোমবাতি’
বাংলা ধাঁধা প্রশ্ন #২১
পেট ভরে না তবু খাই সবাই ,
প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়।
ধাঁধার উত্তর - বাতাস
বাংলা ধাঁধা প্রশ্ন #২২
পাখা নাই উড়ে চলে ,
মুখ নেই ডাকে
বুক ছিড়ে আলো ছুটে চিন কি তারে ?
ধাঁধার উত্তরঃ - উড়োজাহাজ
বাংলা ধাঁধা প্রশ্ন #২৩
এমন জিনিস আছে ভাই ,
যা নিজের থাকা ভালো ,
পরের কাছ থেকে পেলে ,
মুখ হয়ে যায় কালো।
ধাঁধার উত্তরঃ - লজ্জা
বাংলা ধাঁধা প্রশ্ন #২৪
কোন টেবিলের পা নেই ??
ধাঁধার উত্তরঃ - টাইম টেবিল
বাংলা ধাঁধা প্রশ্ন #২৫
কোন বরের গায়ে গন্ধ ??
ধাঁধার উত্তর - গোবর
বাংলা ধাঁধা প্রশ্ন #২৬
হাতি নয় ঘোড়া নয় ,
মোটা মোটা পা ,তরু নয় লতা নয়
ফুলে ভরা গা। .
ধাঁধার উত্তরঃ পালঙ্ক
বাংলা ধাঁধা প্রশ্ন: #২৭
প্রতিটি দিকে কী নির্দেশ করতে
পারে তবে নিজে সেই গন্তব্যে পৌঁছাতে পারে না।
বাংলা ধাঁধা উত্তর: ‘আঙ্গুল’
বাংলা ধাঁধা প্রশ্ন # ২৮
কোন খানা দেখা হয় ?
ধাঁধার উত্তরঃ চিড়িয়াখানা
বাংলা ধাঁধা প্রশ্ন#২৯
ঢাকায় আছে টাকায় আছে ,
বাংলাদেশ নাই কলকাতায় দুটা আছে
সারা বিশ্বে নাই।
ধাঁধার উত্তর - " ক "
বাংলা ধাঁধা প্রশ্ন #৩০
কোন টক দেখা হয় ?
ধাঁধার উত্তর - নাটক
বাংলা ধাঁধা প্রশ্ন# ৩১
এক থালা সুপারি ,
যে গুনতে পারবে ,যে হল ববেপারী
ধাঁধার উত্তরঃ - তারা
বাংলা ধাঁধা প্রশ্ন#৩১
এমন এক কথা আছে ,
শুনলে রাগ হয়।
কোথাও পাবে না তা ,
তবু সোনা যায় !!
ধাঁধার উত্তরঃ -ঘোড়ার ডিম্
বাংলা ধাঁধা প্রশ্ন #৩২
এক গাছ বহু ফল ,
গায়ে কাঁটা কাঁটা
পাকলে ছাড়াও যদি ,হাতে লাগে
আঠা। ...
ধাঁধার উত্তর -কাঁঠাল
বাংলা ধাঁধা প্রশ্ন #৩৩
এমন কি জিনিস খাবার জিনিস ভাই ,
গরম না ঠান্ডা ও না তারপর সবাই
ফু ফিয়ে খাই।
ধাঁধার উত্তরঃ বাদাম
বাংলা ধাঁধা প্রশ্ন #৩৪
তিন অক্ষরের নাম মোর থাকি
নারীর সাথে
পেট কাটলে মিষ্টি ফল হই সাথে সাথে।
ধাঁধার উত্তর - আলতা
বাংলা ধাঁধা প্রশ্ন#৩৫
দুই অক্ষরের নামের ফুল
বাগানেতে রোই
শব্দটি উল্টে রই
শিকারি পাখি হই
ধাঁধার উত্তরঃ - জবা
বাংলা ধাঁধা প্রশ্ন#৩৬
তিন অক্ষরের নাম তার
বাদলা দিনে খায়
প্রথম অক্ষর বাদ দিলে
নারীর হাতে শোভা পায় !!!
ধাঁধার উত্তর -খিচুড়ি
বাংলা ধাঁধা প্রশ্ন#৩৭
কোন চায়ে বসতে লাগে। .
ধাঁধার উত্তর - মাচা
বাংলা ধাঁধা প্রশ্ন#৩৮
কোন সুখে সুখ নেই।
ধাঁধার উত্তরঃ অসুকে
বাংলা ধাঁধা প্রশ্ন#৩৯
কোন জিনিস টানলে কমে !!!!
ধাঁধার উত্তর - সিগারেট
বাংলা ধাঁধা প্রশ্ন#৪০
পানিতে জন্ম যার সবার
গৃহে থাকে
পানির চুয়া পেয়ে সেই আমার মরে।
ধাঁধার উত্তর -লবন
বাংলা ধাঁধা প্রশ্ন#৪১
কোন গ্রামে রক্ত ঝরে ???
ধাঁধার উত্তর - সংগ্রাম
বাংলা ধাঁধা প্রশ্ন#৪২
আল্লাহর কি কুদরত ,
লাঠির মাঝে শরবত।
ধাঁধার উত্তর -আখ
বাংলা ধাঁধা প্রশ্ন#৪৩
কোন ডিম্ দেখা যাই না ?
ধাঁধার উত্তর - ঘোড়ার ডিম্
বাংলা ধাঁধা প্রশ্ন#৪৪
চাই না তবু খাই
বেশি খেলে মারা যাই।
ধাঁধার উত্তর - পিটুনি
বাংলা ধাঁধা প্রশ্ন#৪৫
কোন আম খাওয়া হয় না। ??
ধাঁধার উত্তর - বেয়াম
বাংলা ধাঁধা প্রশ্ন#৪৬
কোন দেশে মাটি নেই ??
ধাঁধার উত্তর - সন্দেশ
বাংলা ধাঁধা প্রশ্ন #৪৭
কোন ব্যাংকে টাকা রাখে না ??
ধাঁধার উত্তর - ব্লাডব্যাংক
বাংলা ধাঁধা প্রশ্ন#৪৮
আল বেয়ে যায় সাপ
ফিরে ফিরে চায় বাপ্।
ধাঁধার উত্তর - সুঁই - সুতো
বাংলা ধাঁধা প্রশ্ন#৪৯
সব কিছুই সে
পাড়ি দিয়ে যায়
যদি পাড়ে গেলে
এমনি থেমে যায়।.
ধাঁধার উত্তর - রাস্তা
বাংলা ধাঁধা প্রশ্ন#৫০
চার অক্ষরের নাম তার ,
দম্পতিরা জানে।
প্রথম দুটি বাদ দিলে আকাশেতে নামে
ধাঁধার উত্তর - হানি মুন
বাংলা ধাঁধা প্রশ্ন#৫১
কোন রানী পুরুও হয় ?
ধাঁধার উত্তরঃ -কেরানী
বাংলা ধাঁধা প্রশ্ন#৫২
শীত কালে যার নেইকো মান ,
গ্রীস্ম কালে পায় সু সমান
ধাঁধার উত্তর - পাখা
বাংলা ধাঁধা প্রশ্ন#৫৩
ঢাকা গেলাম ,
দিল্লি গেলাম ,
গেলাম নাসিরাবাদ ,
সব খানেই দেখা এলাম
ফলের উপর গাছ ,
ধাঁধার উত্তর -আনারস
বাংলা ধাঁধা প্রশ্ন#৫৪
একখান লম্বা, দুই খান গোল
চুলখান ধইরা টাইনা তোল
ধাঁধার উত্তর - দাঁড়িপাল্লা
বাংলা ধাঁধা প্রশ্ন #৫৫
এতটুকু মেয়ে ,তার লাল টুকটুকে বোরন
রাজা বাদশাও কেঁদে আকুল
এমন স্বভাব ধরন
ধাধার উত্তর- পাকা মরিচ
বাংলা ধাঁধা প্রশ্ন#৫৬
তিন অক্ষরের নাম আমার
গাছ বাইতে রাজা ,
শেষ অক্ষর বাদ দিলে
দেই পানিতে সাজা।
ধাঁধার উত্তর - বানর
বাংলা ধাঁধা প্রশ্ন#৫৭
হাসিতে হাসিতে যাই নারি পর পুরুসের কাছে ,
যাইবার সময় কান্না কাটি ভিতরে গেলে হাসে
ধাধার উত্তর- মেয়েদের হাতের চুড়ি
বাংলা ধাঁধা প্রশ্ন#৫৮
মামা ডাকে মামা বলে ,
মাও বলে তাই ,
ছেলে ডাকে মামা বলে
বাবাও বলে তাই ?
ধাঁধার উত্তর - চাঁদ মামা
বাংলা ধাঁধা প্রশ্ন#৫৯
হাত নেই পা নেই
তবু সে চলে
অনাহারে মরে মানুষ
এর অভাবে হলে
ধাঁধার উত্তর -টাকা
বাংলা ধাঁধা প্রশ্ন#৬০
প্রাণ নেই বন্ধু নয় ,
চলে সাথে সাথে
আলো পেলে তবে
চলে দিন কিংবা রাতে
ধাঁধার উত্তর -ছায়া
আমাদের আরো জনপ্রিয় পোস্ট -
Dear reader, hope all of you like this কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর ,ধাঁধা উত্তর সহ ছবি~Dhadha Bangla. Please don’t forget to share with everyone thank you.
Don’t forget to Share With Everyone
💓Thank you 💓
Comments