Facebook status in bangla for facebook status || ফেইসবুক পোস্ট স্টেটাস , ছোট স্ট্যাটাস
ফেইসবুক মানেই বিনোদনের সমূহ , তাই সেই সকল ফেইসবুক প্রেমিকের জন্য কিছু বাছাই করা সেরা ফেইসবুক এর ছোট ছোট স্টেটাস দিয়ে সাজানো পোস্টি ।
Facebook status in bangla:Best Bangla Status For Whatsapp & Facebook নিয়ে সেরা পোস্টার কালোশন মানেই Banglaway.com আমাদের ওয়েবসাইট বাছাই করা ,ফেইসবুক পোস্ট স্টেটাস, ছোট স্ট্যাটাস,sad status bangla,for facebook status,facebook status in bangla,ফেইসবুক পোস্ট স্টেটাস দিয়ে নতুন করে সাজানো ,যা আপনি আপনার ফেইসবুক স্টেটাস ও আপনার সকল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুর কাছে সেরা হয়ে উঠতে পারেন ।
facebook status in bangla for facebook status
"লোকে আমায় জিজ্ঞাসা করে ,
তুমি এতো খুশি থাকো
কেমন করে ?
উত্তর তাদের বলি।
আমি লোকের খুশিতে জ্বলি না
আর নিজের দুঃখের কথা
কাউকে বলি না "
"সময় পেলে খোঁজ নেওয়াটা
হলো প্রেম ,
সময় বের করে খোঁজ নেওয়াটা
হলো ভালোবাসা "
" আমি এমন কাউকে চাই না ,
যে সামান্য ভুলের জন্য
আমাকে ছেড়ে চলে যাবে !!
আমি এমন কাউকে চাই ,
যে আমার ভুলগুলো ,
শুধুরিয়ে আমাকে আপন
করে নিবে !! "
![]() |
Facebook status in bangla |
“পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ,
কিন্তু আমার কাছে তুমিই আমার পুরো দুনিয়া । ”
কিন্তু আমার কাছে তুমিই আমার পুরো দুনিয়া । ”
"Dear ,, পাগলী
যদি বউ সাজো গো
আরো সুন্দর লাগবে গো
I Love You "
" তোমার চোখ
শুকিয়ে যাওয়া নদী।
আমার গালে
ঠিকানাহীন শোক।
আমরা দুজনে মিথ্যা হলে যদি ,
ভালোবাসার মঙ্গল হয়।
হোক "
" একে অপরের প্রতি গুরুত্ব ,
আর বিশ্বাস সমান থাকলে
কনও সম্পর্কই ভাঙে না! "
" কোথায় ব্যাথা দিয়োছ
জানোই ?
যেখানে তুমি থাকো। .! "
" সম্পর্কের মাঝে যখন জেদ চলে
আসে তখন জিতে যায় দুজনেই।
শুধু হেরে যায় সম্পর্কটা।"
ফেইসবুক পোস্ট স্টেটাস
- Dear হবু ,,, আমার টুকরো টুকরো আশা আর , ছিটে ফোটা ভালোবাসা ,শুধু তোমার জন্যই তুলে রাখলাম। ..
- এই পৃথিবীতে সব চেয়ে সুখী ,মানুষ সেই ,যার ভালোবাসার মানুষ তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে।
- জীবন সঙ্গী তাকেই করা উচিত , যে তোমাকে পেয়ে নিজেকে Lucky মনে করে .
- কেউকে দূর থেকে ভালোবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা। কারণ এ ভালোবাসায় কোন রকম অপবিত্র থাকে না। কোন শাররীক চাহিদা থেকে না শুধু ,নীরবে কিছু অভিযান থাকে ,যা কখনও কেউ ভাঙা না।
- ভালবেসে এই মন তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে পাশে থাকিস সকাল সাজে। কি করে তোকে ভুলবো এই মন ,তুই যে আমার জীবন।
- আমি এমন একজনকে চাই ,যে আমাকে মেসেজ করে ,কখোনো ক্লান্ত হবে না।
- ভালোবেসে যখন একবার হাতটি ধরেছি ,আর কখনোই এই হাত ছাড়বো না।
- আমি সত্যিই খুব ভাগ্যবান ,যে তোর মতো একজনকে আমি পেয়েছি।
- যে তোমাকে মন থেকে ভালোবাসে ,যে প্রতিদিন কোন কারণ ছাড়াই ,তোমার সাথে জগড়া করবে।
- দূরে আছি তো কি হয়েছে ,ভালোবাসি তো শুধু তোমাকে।
- আমি ব্যার্থতা কে মেনে নিতে পারি ,কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
- নিজের জীবনকে কখনও তুচ্ছ মনে করো না। কারণ অনেকেই আছে যে কিনা তোমার মত জীবন পাওয়ার কামনা করে।
- ভালো সবাইকে বাসা যায় না ,আর যাকে ভালোবাসা যায় ,তাকে ভুলে থাকা যায় না !!
- সম্পর্কটা তখনই শেষ হয়ে যায় ,যখন একজনের অতিরিক্ত ভালোবাসা অন্য জনের কাছে ,বোঝা হয়ে দাঁড়ায়।
- ভালোবাসা কখও প্রকাশ করতে নেই ,অবহেলা বেড়ে যায়।
- কাউকে অপেক্ষায় রাখা অনেক সহজ ,কিন্তূ কারোর জন্য অপেক্ষা করা অনেক কঠিন।
- Propose করলে কি শুধু প্রেমিক হওয়া যায় ?বন্ধু হওয়া যায় না ?যদি বলি তোমায় ,হবে আমার বন্ধু সুখে দুঃখে থাকবে সাথে।
- প্রকৃত প্রেমিক কখনোই রাজকন্যা খোঁজে না ,যাকে ভালোবাসে তাকেই রানীর মতো করে রাখে।
- Perfect Relationship সেটাই ....! যেখানে দুজনেরই একে ওপরের হারানোর ভয় পায়।
- জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে ভালো হতো ,ভুলগুলো সব শুধরে নিতে পারতাম।
- নিজের সাথে নিজেকে লড়াইটা সহজ ,কিন্তু ভাগ্যের সাথে লড়াইটা বড্ড কঠিন।
- সম্পর্কের জন্য অর্থ নয় ,একটু বিসাসের প্রিয়োজন ,ভালোবাসার জন্য রূপ নয় ,সুন্দর একটা মনের প্ৰয়োজন।
- যে তোমাকে মন থেকে ভালোবাসবে যে ,প্রতিদিন কারণ ছাড়াই জগড়া করবে।
- মানুষ কি অদ্ভুত তাই না ? আঘাত দিয়ে বলবে ,ব্যাথা পেয়েছো ? কষ্ট দিয়ে বলবে ,তুমি চুপচাপ কেন ?কাঁদিয়ে বলবে ,কাঁদছো কেন ?
- ছেড়ে দিয়েছো তাকে ,নিজের মতো বাঁচুক ,অন্যের হাত ধরে যদি ভালো থাকা যায় ,তবে ভালোই থাকুক
For facebook status
" বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার
পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো
খুলতে চাচ্ছে দেখতে কি আমায়? "
পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো
খুলতে চাচ্ছে দেখতে কি আমায়? "
" .তুমি যদি বাসো ভালো,,চাঁদের মতো দেব
আলো,,যদি আমায় ভাবো আপন
হব তোমার মনের মতন,নদী যেমন
দেয় মোহনা,তোমার ই আমি তোমার উপমা । "
আলো,,যদি আমায় ভাবো আপন
হব তোমার মনের মতন,নদী যেমন
দেয় মোহনা,তোমার ই আমি তোমার উপমা । "
" ভালবাসা এবং মৃত্যু এই দুইটা দাওয়াত বিহীন
অতিথি।একজন এসে নিয়ে যায় মন
আরঅন্য জন এসে নিয়ে যায় জীবন। "
অতিথি।একজন এসে নিয়ে যায় মন
আরঅন্য জন এসে নিয়ে যায় জীবন। "
" সূর্য গেছে মেঘের বাড়ী ডুবে গেছে বেলা.
একটু খবর নিলেনা যে আমায় ভুলে গেলা
আকাশের ওই নিরবতার কোনো জুড়ি নাই
মনে রেক আমি তোমায় আজো ভুলি নাই "
একটু খবর নিলেনা যে আমায় ভুলে গেলা
আকাশের ওই নিরবতার কোনো জুড়ি নাই
মনে রেক আমি তোমায় আজো ভুলি নাই "
" প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে
বুঝা যায় না । প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে
না পড়লে জীবনকে অনুভব করা যায় না ।"
"ভালোবাসা স্বপ্নীল আকাশের মত সত্য ।
শিশির ভেজা ফুলের মত পবিত্র ।
কিন্তু সময়ের কাছে পরাজিত ।
বাস্তবতার কাছে অবহেলিত ।"
জানি তুমিও একা আমিও একা,
শুধু পার্থক্য হলো আমি কাঁদি,
তুমি কাঁদোনা !
তুমি ভালো আছো, আর আমি ভালো নেই...!!!
পাথর চাপা কষ্ট বুকে,
কষ্টের কথা বলি কাকে??
যার কারণে নিস্স হলাম,
সেইতো আছে বেশ সুখে,
আর আমার কথা ভুলেই গেছে..!!
আরো দেখুন - ভালোবাসার স্ট্যাটাস
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
Dear reader, hope all of you like this Facebook status in Bangla for Facebook status ||
Comments