সেরা কিছু ফেইসবুক স্টেটাস~ Best Facebook Status In Bangla

সেরা কিছু ফেইসবুক স্টেটাস~ Best Facebook Status In Bangla

ফেইসবুক স্টেটাস;-ফেইসবুক মানেই বিনোদন আর মজা ,আমরা সকলেই ফেইসবুক এ স্টেটাস দিয়ে থাকি আর সেই স্টেটাস এর ক্যাপশনটা যদি সেই রকম হয় ,তাহলে তো লাইক আর কমেন্ট এর শেষ হয় না।  আমার সেই সকল বন্ধুর জন্য বাছাই করা ফেইসবুক স্ট্যাটাসের ক্যাপ্টিন ,মজার ফেসবুক স্ট্যাটাস,মজার পোস্ট,ফানি পোস্ট,fani post দিয়ে সাজানো পোস্টি। একদম ফ্রি কপি করে আপনার ফেইসবুক পোস্টে দিয়ে পারেন। 


সেরা কিছু ফেইসবুক স্টেটাস
সেরা কিছু ফেইসবুক স্টেটাস


সেরা কিছু ফেইসবুক স্টেটাস



আরে ভাই কাশ ফুল নয় ,
মানিব্যাগে Cash Full থাকলে 
১২ মাসেই শরৎকাল মনে হয় !!


আমি খারাপ সেটা আমি জানি 
কিন্তু তুঁমি যে ভালো তার 
সাটিফিকেট কোথায় ?


মেয়েরা Friend Request Accept 
করলে কিছু কিছু ছেলে 
এমন ভাবে Thnks জানায় 
যে মনে হয় বেকার ছিল 
এখন সরকারি চাকরি পেয়েছে !!


সময় না কাটলে 
কাটা চামচ দিয়ে চা খান 
কিন্তু কারও পেছনে কাঠি 
করবেন না। 


তুই এক না ভাই !!
আমারও নেট শেষ হয়ে গেলে 
Gallery তে ফটো দেখি  ...


মন খারাপ করে বসে থাকার 
কোনও মানে হয় না ,
আমি মন খারাপ করে 
শুয়ে থাকি !!


ক্লাস না বুজেও 
মাথা নাড়ানো 
এটাও এক ধরণের বড় 
ট্যালেন্ট !!




ভাবতেই অবাক লাগে 
মশার দাঁত নেই তবুও 
কামরায় !!


আমি ব্রিটিশ শাসন দেখেনি 
তবে সপ্তম শ্রেণীর মেয়েকে 
একটা  আনাসের ছেলেকে শাসন 
করতে দেখিছি !!!


জীবনটা পুরো কাস্টমার কেয়ার 
হয়ে গেছে 
দরকার না পড়লে কেউ 
আজকাল খবরও নেয় না !!

 
ওরা বড়োলোক 
ওড়ায় টাকা ,করে উদুম নাচ 
আমার ভাঙা সাইকেল 
বেল বাজেনা 
আমি মধ্যবিত্ত !!


নিজের স্টেটাস 
নিজেই পঞ্চাশবার 
দেখা আমি !!


ভালোবাসা মানুষ হোক 
কিংবা বন্ধু মেসেজ করার 
পর রিপ্লাই না দিলে মনে হয় 
ফোনের ভেতর গিয়ে 
কেলিয়ে আসি। 


আজব সব পাবলিক 
রোমান্টিক স্টেটাস দিয়ে 
সবাই ভাবে প্রেম করছি ,
আর Sad স্টেটাস দিলে 
সবাই ভাবে 
প্রেমে চাঁকা খেয়েছি !!!



দূর্গা পূজা এবং জামাই ষষ্ঠীর 
মধ্যে অদ্ভুত মিল 
একটায় ফাটে অসুরের 
আর একটায় ফাটে শশুরের !!!



এইযে তুমি প্রোফাইল লক করে 
Friend Requst পাঠাও 
তোমাকে যদি নেমন্তন্ন করে 
বাড়িতে তালা দিয়ে পালাই 
ভালো লাগবেন ?


কেঁদেও সুখ নেই রে ভাই ,
৩০মিনিট কাঁদলে ২ ঘন্টা 
মাথা যন্ত্রনা করে !!


বহুদিন আগের কথা 
সন্ধে হলে আমি 
পড়তে বসতাম !


পরীক্ষার প্রশ্ন  দেখলেই 
বোজা যাই কাগজ 
বাঁশের তৈরি !!

মুখে বলি ভালো আছি 
কিন্তু বিশ্বাস করুন 
জীবনে 
জামেলার শেষ নেই !!







উপদেশমূলক ফেইসবুক স্টেটাস  


জীবনের কিছু সিধান্ত 
খুবই কঠিন হয়। 
কিন্তু এই কঠিন 
সিধান্ত গুলি 
একদিন পুরো জীবনটা বদলে দেয় !!


উচিত কথা বললেই 
"মুখ " টা কালো 
আর তেল মারলেই 
মুখটা ভালো 
এটাই বর্তমান পরিস্থিতি। 


যেখানে তোমার গুরুত্ব 
নেই সেখানে যাওয়া বন্ধ 
করে দাউ 
সেটা হোক কারো বাড়ি
বা কারোর মন !!!!



কিছু কিছু মানুষ আছে দেখবেন,
যারা প্রয়োজনে আপনার সাথে 
এমন ভাবে মিশে যাবে যে আপনি 
ছাড়া তার জীবনে দ্বিতীয় কোন অপসন নেই। 
কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে 
সেদিন  সেই মানুষটা আপনাকে 
এমন ভাবে অচেনা করে দিবে যেন 
কখনও ছিল না !!


অল্প কথায় যে 
অনুভূতি বুঝে না 
তাকে রচনা লিখে দিলেও 
কোনো লাভ হবে না। 



অযথা কাউকে 
নিজের ভেবো না কারণ 
কাউকে নিজের ভাবলেই 
হারানোর ভয় থাকে !!!



জীবন যাত্রায় তোতাপাখি 
হয়ো না , ঈগল হও। 
তোতাপাখি অনেক কথা বলে
কিন্তু উপরে উঠতে পারে না 
ঈগল নীরব কিন্তু 
আকাশ ছুঁতে পারে !!


প্রেমের ছন্দ  ফেইসবুক স্টেটাস 


শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে

 দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে,শিশিরের

 শীতল স্পর্শে যদি,শিহরিত হয় মন।বুঝেনিও

 আমি আছি তোমার পাশে সারাক্ষণ।




তাকে দেখে ঘুচে যেত দুর্ভাবনা মোর,

 জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর ।

 তার মিলনে পেতাম প্রীতি তার কুটিরে আশা,



ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন

 তুমি আসলে দুজনে সাজাবো জীবন

 চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু

 আসলে দেবো আমার সব ভালবাসা




চোখে আছে কাজল কানে আছে দুল

 ঠোট যেন রক্তে রাঙা ফুল,চোখ একটু

 ছোট মুখে মিষ্টি হাসি,এমন একজন

 মেয়েকে সত্যি আমি ভালোবাসি।





আবার যদি রৌদ্র উঠে

 মেঘ কেটে যায় মনের

 আমি তোমার সঙ্গী হবো

 বন ফুলো বনের





ভালবাসা সেই অমূল্য উপলব্ধির নাম যা

 একজনকে অতীতের সব দুঃখ ভুলিয়ে

 দেয় আর নতুন আনন্দে নিজেকে

 খুশি রাখতে সাহায্য করে





চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান ।

 তোরে যদি না পাই আমি, দিব আমার প্রান ।

 শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত ।

 কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত !





সপ্ন আমার অনেক ছিল বন্ধু তোমায় ঘিরে

 সপ্ন দিয়ে কেন তুমি আসলেনা আর ফিরে?.

 মন যে আমার অচীন পাখি নেই তার কোনো খোজ

 বন্ধু তোমায় মনে পড়ে সকাল সন্ধা রোজ




রোমান্টিক ফেইসবুক স্টেটাস



জানি তোকে পাবো না
তবুও তোকে অনেক
ভালোবাসি !!


ভালোবাসা এমন একটা
মায়া যা একবার কারও
উপর পড়লে দিন দিন সেটা
বাড়তেই থাকে !!


জীবনটাকে রাঙ্গাতে কোনও
রং তুলির প্রয়োজন হয় না !
প্রিয়জন শুধু একজন
ভালো সঙ্গীর !!



আমি তোকে চাই না যাকে
পেলে আমি সুখী হবো !
আমি তোকেই চাই যে ,
আমাকে পেলে সুখী হবে !!



যখন কারও প্রতি ভালোবাসা
বেশি হয়ে যায় ,
তখন সেই ভালোবাসা
সুখের চেয়ে কষ্ট বেশি দেয় !!



মিষ্টি প্রেম তো সেগুলাই
যেখানে ভালোবাসার মানুষ
এবং বেস্ট ফ্রেইন্ড
একজনই হয় !!


তুমি আমার জীবনের এমন
জায়গায় আছো যে হাজার
কষ্ট দিলেও আমি তোমাকে
কোনদিন ও ভুলতে পারবো না !!


তোমার রাগের
মাজেও ভালোবাসা পাই
তাই তো তোমায়
এতো রাগাই !!



কাউকে ভালোবাসলে
এতটাই ভালোবাসো
যাতে তার জীবনে
অন্য কারোর
ভালোবাসা প্রিয়জন না হয় !!



স্বামী হতে যোগ্যতা লাগে ,
কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না
কারণ যোগ্যরা প্রেমিক হয়
যোগ্যরা বরাবরই স্বামী হয়
আর অযোগ্যরাই হয়ে উঠে প্ৰেমিক !!



জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত
যার চেহেরার চাইতে
মনটা বেশি সুন্দর !!!



ফেইসবুক স্টেটাস হাসির ছবি





ফেইসবুক স্টেটাস হাসির ছবি
ফেইসবুক স্টেটাস হাসির ছবি 







ফেইসবুক স্টেটাস হাসির ছবি
ফেইসবুক স্টেটাস হাসির ছবি 









ফেইসবুক স্টেটাস হাসির ছবি
ফেইসবুক স্টেটাস হাসির ছবি 




ফেইসবুক স্টেটাস হাসির ছবি
ফেইসবুক স্টেটাস হাসির ছবি 









ফেইসবুক স্টেটাস হাসির ছবি
ফেইসবুক স্টেটাস হাসির ছবি 



ফেইসবুক স্টেটাস হাসির ছবি
ফেইসবুক স্টেটাস হাসির ছবি 















আমাদের আরো জনপ্রিয় পোস্টগুলি দেখুন -




Dear reader, hope all of you like this সেরা কিছু ফেইসবুক স্টেটাস~ Best Facebook Status In Bangla. Please don’t forget to share with everyone thank you.




Don’t forget to Share With Everyone
 💓Thank you 💓








Comments

  1. Replies
    1. ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য !!

      Delete

Archive