আপনার সঙ্গীর সাথে সম্পর্ক ভালো রাখার ৭টি উপায় ~7 ways to improve your relationship

আপনার সঙ্গীর সাথে সম্পর্ক ভালো রাখার ৭টি উপায় ~7 ways to improve your relationship

এই পোস্টি মহিলাদের সম্পর্ক ভালো রাখার পরামর্শ নিয়ে কিছু আলোচনা ,যা মেনে চললে আপনার প্রতিদিনের জীবন মধুর ও আনন্দময় হয়ে উঠবে। সেই সাথে আপনার পার্টনারের দুজন দুজনের প্রতি ভালোবাসা ও সম্মান অনেকটাই বেড়ে যাবে। 


আপনার সঙ্গীর সাথে সম্পর্ক ভালো রাখার ৭টি উপায়
 আপনার সঙ্গীর সাথে সম্পর্ক ভালো রাখার  উপায়



১.জীবনে মন খুলে বাঁচুন -

সম্পর্কে থাকতে গেলে পাটবারের সঙ্গে আপনাকে মানিয়ে চলতে হয়। তাই বলে নিজে বাঁচা ভুলবেন না। নিজের বন্ধু ,পরিবারের লোকের ও গুরুত্ব দিন। যাতে তারা আপনাকে কাছে টেনে নিতে পারে। পার্টনারের সঙ্গে সম্পর্ক বোরিং করে রাখবেন না। স্বাধীন ভাবে উপভোগ করুন। 

২.সেটে থাকবেন না -

ইমোশনাল হওয়া ভালো। কিন্তু এতটাও ভালো নয় যে কোনও সম্পর্কে তা একগেয়েমি হয়ে দাঁড়ায়। বারবার পার্টনারকে টেক্সট বা ফোন কল করা উচিত নয়। এতে বিশ্বাস কমে ও দুরুত্ব তৈরি হয়। 

৩.বার বার ডাকা নয় -

কোনও কোনও মহিলা তাদের সঙ্গীকে বারবার ডেকে বিরক্ত করে। কারণ ছাড়াই উত্যাক্ত করে। এতে সম্পর্ক খারাপ হয়। মনের সম্পর্ক থাকা ভালো। কিন্তু সেই সম্পর্ক যেন অতিরিক্ত যত্নের কারণে তিক্ত না হয়ে উঠে। 

৪.শুধু নিজেকে ভালোবাসা -

কেউ কেউ শুধু নিজেকে ভালোবাসে এবং পার্টনারকে বিশেষ গুরুত্ব দেয় না। এটা ঠিক নয়। নিজেকে ভালোবাসুন ,সঙ্গে নিজের পাটনারকেও গুরুত্ব দিন। তাঁর কথা শুনুন ,তবে সম্পর্ক এগোবে। 

৫.যেটা ভাবছেন সেটাই বলুন -

যেটা ভাবছেন পার্টনারকে সেটাই বলার চেষ্টা করুন। মনে এক ,মুখে এক এটা কিন্তু সম্পর্কে বিপদ ডেকে আনবে। 

৬.সমস্যা এড়িয়ে চলা বন্ধ করুন -

সমস্যা হলে তা এড়িয়ে যাবেন না। পার্টনারের সঙ্গে বসে তা মেটানোর জন্য চেষ্টা করুন। আপনি যদি সমস্যা এড়িয়ে যান তাহলে তা আরও বাড়বে। একদিকে দুজনের মধ্যে সমস্যা নিয়ে জগড়া লাগবেই। 

৭.সম্মান করুন -

পার্টনারের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। সবার সম্মান রয়েছে। যদি আপনি সম্মান করেন তাহলে সেও আপনার সম্মান করবে। 

৮.সমানভাবে গুরুত্ব দিন -

একজনের ওপর নির্ভরশীল থাকবেন না। দুজনে মিলে কাজ ভাগ করে নিন। সম্পর্ক বাঁচিয়ে রাখতে ২ জনের ভূমিকা থাকাটা খুব দরকার। 

৯.হিংসা বরদাস্ত করবেন না -

কে   কোনও রকম হিংসা ,অত্যাচার সহ্য করবেন না। মানুসিক ,শাররীক যে কোনও অত্যাচার হলে প্রতিবাদ করুন। 



প্রিয় পাঠক - লিখা গুলি শুধু আপনি  পড়লে হবে না ,আপনার পাটনার ,সঙ্গী কেউ শেয়ার করুন ,এবং লিখাগুলি যদি মনে হয় প্রতিদিনের জীবনে কাজে লাগবে ,তাহলে আপনার বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে দিন।  আর আপনার যদি কেন মতামত থেকে ,তাহলে নিচে কমেন্ট বক্সএ লিখে জানান। 






 

Comments

Archive