{NEW}149+ Bangla Shayari | Best Bengali Shayri
আমাদের ওয়েবসাইট BanglarWay-এ আপনাকে স্বাগতম। আপনি কি Bangla Shayari খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি নতুন এবং সেরা কিছু বাছাই করা Best Bengali Shayri ও Best Shayari in Bengali font ,Heart touching sad Shayari in Bengali দেখতে পাবেন। আপনি এই Bengali Status Shayari for boyfriend,Bangla new shayari with photo
গুলোকে খুব সহজেই Social Media-তে শেয়ার করতে পারবেন।
Latest Bengali shayari collection
" মনের সাথে মন মেলাতে লাগে দুটি হৃদয়
হৃদয়ের সাথে হৃদয়ের পরিচয়ে হয় প্রেম-প্রণয়
অন্তর হয় আরো কাছের শুভ্র ভালোবাসায়
মুখের কথা ফুটে উঠে না বলা চোখের ভাষায়"
"বন্ধু তোমার সাথে হলে কথা দিনটা কাটে ভালো
তুমি আমার জীবন জ্যোতি আঁধার রাতের আলো
তোমার কথা ভেবে ভেবে কতো কবিতা লিখি
মনের খাতায় স্মৃতির পাতায় শুধু তোমায় দেখি"
" ছোট্ট এই মন কখনো কখনো চোখে অনুরাগের পত্র লেখে
গোপন সে ভাষা বুঝতে হলে দেখতে হবে চোখে চোখটি রেখে
চোখে চোখ রেখে কথা না বলে মন টাকে কেরে নেবো
বিনিময়ে তার দুহাতে আমার হৃদয় তুলে দেবো"
"দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না।কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। "
" দেখবো চোখে চোখ রেখে করবো মনের বিনিময়
তুমি আমি উদাস হয়ে হারিয়ে যাবো নীলিমায়
তোমার জন্য আমার জন্ম আর এই পৃথিবীতে আসা
উজাড় করে দিয়ে যাবো আমার মনের ভালোবাসা "
" আমার অনেক আপন তুমি বন্ধু বলে ডাকি
তুমি যখন দাওনা সারা একলা চুপ থাকি
তোমার কথায় জাদু আছে মিষ্টি মধু ভরা
বিধাতার দান তুমি ভালোবাসায় গড়া "
" তোমার চোখের গোপন ভাষায়
আমার কবিতা প্রাণ ফিরে পায়
তুমি কি তা জানো?
গোলাপ ফুলের গন্ধ ছড়ানো
কণ্ঠে তোমার মায়া ভরানো
হিয়া ভরে ভালোবাসা অনো"
" তোমাকে ঘিরে আমার যতো পাগলামী
লোকে যে যাই বলুক আমার কাছে তুমি দামী
তোমাকে পাবো বলে এখনো সূর্য জ্বলে
বাতাসের হতে বাজে বীণা চাঁদটা কথা বলে
তোমাকে পাবো বলে সকল দুঃখ ভুলে
ভাষায় রঙিন স্বপ্নের খেয় দুচোখের উপকূলে"
"পাশাপাশি থাকা মানেই , কাছাকাছি থাকা নয়।দূরে থেকেও খাছাকাছি থাকা যায়যদি মনের ইচ্ছা আর হৃদয়ের টান থাকে। "
"এক আকাশ জমা কথা ছিল মনের মাঝে
তোমার ছোয়ার অনুরাগে সুর হয়ে তা বাজে
পায়ে পায়ে পথের বাঁকে দুটি চোখে স্বপ্ন আঁকে
হাজার মানুষের ভিড়ে চুপি চুপি যখন তুমি ডাকলে"
"মন যে উড়াল পাখি কি দিয়ে তাকে বেঁধে রাখি
উড়তে চায় সে নীলাকাশে করে শুধু ডাকা ডাকি
মন পাখিকে যায়না পোষা কষ্ট অনেক মনে তার
কি দিয়ে মন ভোলাবো নেই সে ভাষা জানা আমার"
"বাতাসে গুন গুন গাছের পাতায়
হারিয়ে যাওয়া মনে মনে প্রেমের নেশায়
সারাদিন ধরে দেখবো দুচোখ ভরে
তোমার ঠোঁটে ফুটে ওঠা মিষ্টি হাসি"
" নিজেকে একবার অন্যের জায়গায় বসিয়ে দেখুন ,দেখবেন আপনি অন্যদেরকে যতটা খারাপ ভাবেনতারা ঠিক ততটা খারাপ না "
" তোমায় প্রথম দেখার স্মৃতি
আজও মনে পড়ে
বুঝিনি তখন ছদ্মবেশে
প্রেম এসেছিল আমার ঘরে
দিনের পরে রাত কেটে যায়
সময় শুধু স্বপ্ন দেখায়"
"অনেক খুঁজে আমি পেয়েছি তোমার দেখা
বলবো তোমায় আমি যা আছে মনের কথা
কতো প্রহর কেটেছে একা তোমায় মনে করে
হারাতে দেবনা তোমায় ভালোবাসায় রাখবো ধরে"
"একটাই মুখ যদি ভাসে শুধু চোখে
ভালোবাসা তাকেই বলে যে লোকে
স্বপ্ন চোখে আনে মধুর আবেশ
সুরভী ছড়ায় কতো মেঘ এলোকেশ"
" তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন ,যার কাছে কিছুই নেই ,তাকে সেখানে থেকে কিছু হলেও দাউ "
"কিছু চাওয়া কিছু পাওয়া থামেনা
তুমি আশা এই জীবনে
তোমাকেই চিরদিন চাই আমি
কে আমাদের ধরে রাখে আর
হও যদি তুমি আমার মনের রানী"
'' প্রেম অমর এই পৃথিবীতে
হয়না প্রেমের মরণ কখনো
হয় মরণ শুধু মানব দেহের
আত্মার মরণ হয়না কখনো"
" ভাবিনি সত্যি হবে যা ছিল স্বপ্ন মনে
সুদূরের নীহারিকা দেবে যে ধরা গোপনে
মনে মনে প্রতিদিন অনুভবে কথা হয়
গোপন কথাটি বলতে মনে লাগে ভয়"
"আগে কোনদিন অনুভূতি জাগেনি এমন
জানিনা কোন চোখে দেখি তোমাকে এখন
ভালোলাগা থেকে ভালোবেসে ফেলেছে মন
দিবা স্বপ্ন দেখি তোমাকে নিয়ে আমি এখন"
![]() |
Best Bengali Shayri |
" সুখ অন্যেদের থাকে নেওয়া যায়না ,কেন যায়না আর চাওয়াও যাই না।পতি মুহুতে আনন্দ , সত্যতা ও খুশির সঙ্গেবেঁচে থাকাই হল সুখ। "
"আমার মনের গহীনে তোমাকে নিয়ে
সাজাবো স্বপ্নের বাসর
দিবানিশি সেখানে রাখবো তোমায় যতনে
দেবো তোমায় ভালোবাসার আদর
যখনি যেখানে যাই তোমার ভাবনায় ডুবে হারায়
পিছু টানে বার বার হৃদয় থমকে দাঁড়ায়"
"ডুব দিয়েছি জলে যখন ঝিনুক নেবো খুঁজে
চলবো এবার প্রেমের পথে সবি জেনে বুঝে
উরু উরু মনটা আমার দুরু দুরু করে
তোমার নেশায় পাগল আমি ধরেছে প্রেমের জ্বরে"
" অনুরাগের ছন্দ সাজে তোমাকে সাজাবো
জীবনের সুখের রঙে তোমাকে ভরাবো
তুমি আমার ভালোবাসার হীরে চুনি পান্না
স্নেহ দিয়ে মুছিয়ে দেবো হৃদয়ের সব কান্না"
"এই চলার পথ শেষ হবে একদিন
মুছে যাবে সব বন্ধন
সেদিনও থাকবে আমার তুমি
এখন আছো যতটা আপন"
![]() |
Best Bengali Shayri |
" তোমার কথা বলা ও চিন্তা ধারা দেখে বোজা যাইযে তুমি কতটা পরিণত।সেই রকম অসম্ভব মানুসিক চাপের মধ্যে তুমিকিভাবে স্তির থাকো সেটা দেখেবোঝা যাই তুমি কতটা অধ্যাত্বিক "
"সে কেনো এভাবে আমায় ডেকে যায়
বারে বারে পিছু টানে অথৈই মোহনায়
এতদিন উদাসীন ছিল যা কিছু
সব ভেসে যায় আজ দখিনা হওয়ায়
সে হলো একটি ছোট আশা
তার নাম যে ভালোবাসা
অজান্তে ছুয়ে গেছে গোপনে আমায়"
" মনের জোনাকি জ্বলে নেভে জ্বলে
কানে কানে মনে গোপন কথা বলে
প্রেমের পথে মাঝে মাঝে নিতে হয় ঝুঁকি
ধরা পড়ে যাবে যতোই করো চালাকি"
"মনের আঙিনা শূন্য পরে আছে
কিছু ভালো লাগে না নেই তুমি কাছে
হাজার সুখে সুখী চাইনা হতে আমি
তোমার ভালোবাসার অনেক বেশি দামী"
"যা দেখি সবই লাগে ভালো
তুমি আমার আঁধার মনেতে
জ্বেলে দিয়েছো আশার আলো
অজানা খুশির আবেশে মন
চলেছে সুদূরে পথে ভেসে
আজ জীবন নতুন সুখেতে
ভরে উঠেছে খুশিতে হেসে"
" দিন গুলো কেটে যায় তার ভাবনায়
কথা দিয়ে কেনো সে আমাকে কাদায়
চোখে আসে জল ভরে বাধা মনে না
বুকের জ্বলা আগুন কিছুতেই নেভেনা"
তোমাতে আমাতে দেখা হয়েছিলো স্বপনেতে
এখন ভুলে গিয়ে আমার কথা আছো সুখেতে
সারাটা জীবন থেকো তুমি হাসি মুখেতে
জীবন তোমার মধুর হয়ে ভরুক খুশিতে,
" বিশ্বাস আর নিঃশাসঅনেকটাই একই রকম।দুটোই চলে গেলে আরফিরে আসে না। "
তোমাকে ভেবে ভেবে দিন প্রতিদিন
স্বপ্ন গুলো হয়ে যায় শুধু বেরঙিন
চোখের নজরে মন যেমন চেনা যায় না
কাছের মানুষ কাছে থেকেও আপন হয় না
জীবনের খাতাটায় লিখে যাওয়া কবিতায়
বার বার শুধু হয় ছন্দ পতন
হাজার মুখের ভিড়ে নিজেকে খুঁজি ফিরি
এলোমেলো হয় ভাবনা গুলো তখন
জীবনের মানে কজন জানে
জানিনা কোথায় চলেছি সবাই
কিসের টানে
নাইবা জানা হলো শেষ ঠিকানা
চলতে জীবন পথে নেইতো মানা
স্মৃতি গুলো কখনো যদি
মনে পড়ে যায়
পারবে কি ভুলতে তুমি
তখন আমায়
মনে পড়ে যায়
পারবে কি ভুলতে তুমি
তখন আমায়
কাটেনা দিন কিছুতেই কাটেনা রাত
মনে হয় তুমি রেখে আছো আমার হাতে হাত
থেকোনা দূরে সরে চলে এসো এবার কাছে
ভালোবাসো দাও তুমি আমায় আবেশে
মনে হয় তুমি রেখে আছো আমার হাতে হাত
থেকোনা দূরে সরে চলে এসো এবার কাছে
ভালোবাসো দাও তুমি আমায় আবেশে
আমি তো দূরে সরেই আছি
তুমি দূরে যাবে কি করে
নিজেকে যতোই আঁধার করো
সূর্য ঠিক একদিন উঠবে ভরে
ছোট্ট নদী চোখ ছুয়ে নামছে পায়ে পায়
যাচ্ছে ভেসে দূর সে দেশে ডাকছে কাছে আয়
যা উরে আকাশ জুড়ে কেউ বসে হৃদয় পুরে
বলছে আমি থাকবো কাছেই যতোই থাক সরে
অভিমানী রাত ছেড়ে যাওয়া হাত শুধু নীরবতা
আসেনা ফিরে মন আকাশ নীরে সঙ্গী বিহীন থাকা
বুঝিনি কখন একা হলো মন মায়াবী কুয়াশায়
ডুবে যাওয়া চাঁদ বুকে অবসাদ জোড়ালো আমায়
ধন্যবাদ, আসা করছি ওপরের Bangla Shayari ,Best Bengali Shayri গুলো আপনাদের ভালো
লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির
প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন
জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
ধন্যবাদ 🙏💕
Comments