সেরা 49+ ভালোবাসার কবিতা | বাছাই করা নতুন Valobasar Kobita
আমাদের ওয়েবসাইট BanglarWay-এ আপনাকে স্বাগতম। আপনি কি ভালোবাসার কবিতা খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি নতুন এবং বাছাই করা সেরা কিছু Valobasar Kobita ও ভালোবাসার কবিতা ছবি দেখতে পাবেন। আপনি এই ভালোবাসার কবিতা গুলোকে খুব সহজেই Social Media-তে শেয়ার করতে পারবেন
![]() |
সেরা 49+ ভালোবাসার কবিতা | বাছাই করা নতুন Valobasar Kobita |
এই পোস্ট আপানাকে দিবে কিছু ভালো বাছাই করা বাংলা শায়ারি ,ভালবাসার এসএমএস ,ভালবাসার শায়ারি বাংলাই আপনার ভালবাসার মানুষ কে পাঠিয়ে আপনার ভালবাসার মানুষ এর মন জয় করে নিতে পারবেন সুন্দার সুন্দার বাংলা বাত্রা গুল আমাদের ওয়েবসাইট এ পেয়ে জাবেন। একদম বিনা মুলে কপি করে শেয়ার করতে পারেন ।
Top Collection Bangla Shayari
একটা
আকাশ হেরে গেলো
হারিয়ে তার মন
অন্য আকাশ হটাত
হলো তাদের প্রিয়জন
তবুও তার ভালোবাসা চাঁদের
ভালো চায়
নতুন আকাশ চাঁদকে
যেন সুখে ছোঁয়া
দেয় ।
চোখে
আছে কাজল, কানে
আছে দুল
ঠোট যেন রক্তে
রাঙা ফুল
চোখ একটু ছোট
মুখে মিষ্টি হাসি
এমন একজন মেয়েকে
সত্যি অনেক ভালোবাসি ।
ভালোবেসে এই
মন তোকে চায়
সারাক্ষন
আছিস তুই মনে
মাঝে
পাশে থাকিস সকাল
সাঝে
কি করে তোকে
ভুলবে এই মন
তুই যে আমার
জীবন
তোকে অনেক ভালোবাসি ।
যখন
তুমি প্রেমে পড়বে
তখন আর তোমার
ঘুরতে ইচ্ছে করবে
না ।
কারন তখন তোমার
বাস্তব জীবন
স্বপ্নের চেয়ে আনন্দময় হবে
।
কত
যে ভালোবাসি মন
ছুঁয়ে দেখো না,
তুমি ছাড়া একাকি
এই প্রহর কাটে
না
সারাটি জনম তোমাকেই শুধু
চাই
তোমার ই মাঝে
আমি হারাই ।
যত
দূরে যাওনা কেন,
থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি
ফোটা জড়িয়ে থাকে
ঘাসে,
সকল কষ্ট মুছে
দিবো, দিবো তোমায়
হাসি,
হৃদয় থেকে বলছি,
তোমায় অনেক ভালোবাসি।
হারিয়ে গেছে
অনেক কিছু
সকাল থেকে রাত,
হারিয়ে গেছে পাশাপাশি
আঁকড়ে ধরা হাত,
হারিয়ে গেছে প্রথম
প্রেমে
টুকরো হওয়া মন,
চলতে চলতে হারিয়ে গেছে
বন্ধু কত জন!
![]() |
ভালোবাসার কবিতা , Valobasar Kobita image |
Sad and Love Bengali shayari, with images:
so read these in both front Bengali and english hope you love these shayaries.
![]() |
ভালোবাসার কবিতা , Valobasar Kobita image |
তুমি চাঁদ নও তবে চাঁদের আলো, তুমি ফুল নও তবে ফুলের সৌরভ, তুমি নদী নও তবে নদীর ঢেউ, তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ।
কটা আকাশে অনেক তারা, একটা জীবনে দুঃখ ভরা, অনেক রকম প্রেমের ভুল, ভুলের জন্য জীবন দিবো, তবু আমি তোমারি রবো।
চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে না ঠিক তেমনই করে, আমার ভালোবাসা বুঝে না।
সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে। জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে। মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে। ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।
![]() |
ভালোবাসার কবিতা , Valobasar Kobita image |
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না ।
বড় ইচ্ছা হয় তোমাকে সাথে নিয়ে ১ দিন পূর্ণিমার চাদ দেখবো। সেদিন চাঁদকে বলবো। চাঁদ দেখ আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর।
![]() |
ভালোবাসার কবিতা , Valobasar Kobita image |
তোমায় নিয়ে স্বপ্ন আমার, তোমায় নিয়ে যত আশা, তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।
তোমায় নিয়ে স্বপ্ন আমার, তোমায় নিয়ে যত আশা, তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।
খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে, তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে। কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে ।
Bengali Shayari in Bengali font :
Bengali Shayari in Bengali font, read the best collection of Bengali Shayari in Bengali font and share you thoughts with your loving one. I hope you will like this all Bengali Shayari in Bengali font. Here is a great collection of all-new Bengali Shayari.
প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশী কষ্ট পেতে হয় ।
একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে।
তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
যদি জোনাকি হতাম উড়ে যেতাম তোমার কাছে, মিট মিট করে জোলতাম তোমার চারপাশে। নীরবে বসতাম তোমার পাশে, এর বলতাম আই লাভ ইউ।
শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দারিয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।
এক মুঠো মিষ্টি রোদ , এক গুচ্ছ গোলাপ, কিছু স্বপ্ন, শিশুর কোমলতা আর আমার হৃদয় রাঙানো ভালোবাসা দিলাম তোমায়।
হৃদয়ের ক্যানভাসে তোমারি রং দিয়ে আঁকা এক ছবি, সেই ছবিটি বলে শুধু তোমায় ভালোবাসি।
কেন যেন তোমার কথা আজও মনে পরে, ভালোবাসার কাব্য লিখি বন্ধু তোমার চোখে, একবার যদি আসতি ফিরে আমার মনের তীরে, আমার শুন্য মনে বাধিতাম বাসা তোমায় ঘিরে।
হাতটি ধরেছি, ছেঁড়ে দেবার জন্যে নয় অনেক ভালবাসায়, অনেক যত্ন নিয়ে ধরেছি তোমার হাত কথা দিলাম, আরো শক্ত করে ধরে রাখবো তোমার হাত
![]() |
ভালোবাসার কবিতা , Valobasar Kobita image |
তোমার চোখ বন্ধ করতো , কি অন্ধকার দেখে পাও? তোমাকে ছাড়া এই রকম এ আমার জীবন। আই লাভ ইউ।
কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে।
![]() |
ভালোবাসার কবিতা , Valobasar Kobita image |
প্রদীপ জ্বালিয়ে রেখো, আঁধার কেটে যাবে। চোখ বুজে থেকো, স্বপ্ন দেখতে পাবে।মন খুলে রেখো,সুখ উড়ে আসবে।হৃদয় দিয়ে ডেকো, তোমার মাঝে আমায় খুঁজে পাবে।
আসেছি একা যাবো একা কত দিন কেটে গেল পেলাম না তোমার দেখা এই জীবনের ট্রাফিক জ্যামে আমি বড় একা
Comments