১০০+ মজার ধাঁধা উত্তর সহ | Dhadha Bangla with Answer

১০০+ মজার ধাঁধা উত্তর সহ | Dhadha Bangla with Answer

 Dhadha Bangla with Answer


Dhadha Bangla with Answer
Dhadha Bangla with Answer

আপনি কি ধাঁধা প্রশ্ন ও উত্তর (Dhadha Bangla) খুজেঁ ? তাহলে ক্লিক করুন ধাঁধা উত্তর সহ এক বিশাল নতুন ধাঁধার কালেকশন ,কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর ও বুদ্দির ধাঁধা ,মজার প্রশ্ন ও উত্তর। আপনি আমাদের দেওয়া ধাঁধা প্রশ্ন ও উত্তর দিয়ে আপনাদের প্রিয়জন বা পরিবারের মধ্যে মজা করতে পারেন। Riddles in Bengali যেটা আমরা বাংলায় ধাঁধা বলি। 

Dhadha Bangla ,Riddles in Bengaliগুলি খুব সহজে কপি করে আপনার  ফেইসবুক স্টেটাস এ দিতে পারেন আর  ধাঁধা ছবি গুলি ডাউনলোড করতে পারেন একদম ফ্রীতে। 

ধাঁধা উত্তর সহ 



১.প্রশ্নঃ কোন জিনিসটা হাতেই আছে ,অথচ হাতে পাই না। এমনকি সেই হাত বাড়িয়েও তাকে ধরতে পারি না ?
উত্তরঃ হাতের কুনুই বা 


২.প্রশ্নঃ হীরার বাবার ছোট ছেলের নাম বাবুসোনা ,সেজো ছেলের নাম মানিক ,সেজো ছেলের নাম সোনা মানিক ,বড়ো ছেলের নাম কি ?
উত্তরঃ হীরা 


৩.প্রশ্নঃ তুমি চাকরির জন্য ইন্টারভিউ এর সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২ টার মধ্যে গেলে। সেখানে তোমাকে বারবার একই প্রশ্ন করা হলো ,অথচ তার উত্তর একই রকম হলো না। সেটা কি করে সম্ভব ?
উত্তরঃ সেখানে কিছুক্ষন অন্তর প্রশ্নটা করা হয়েছিল "আপনার ঘড়িতে কটা বাজে " .


৪.প্রশ্নঃ ফুল ছাড়া ,সুতো ছাড়া তুমি কোন মালা গাঁথিতে পারবে ?
উত্তরঃ বর্ণমালা 


৫.প্রশ্নঃ এমনই ঘর যেখানে কোনও দরজা-জানালা নেই ,এমনকি আলো-বাতাস ঢোকে না। অথচ মানুষ সেখানে থাকে। কোথায় ?
উত্তরঃ কবর-স্থান 


৬.প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে তুমি গেলে তোমাকে খুঁজে পাবে না ?
উত্তরঃ নিরুদ্দেশে 


৭.প্রশ্নঃ "সোমবার থেকে রবিবার "সপ্তাহের এই সাতদিন এর মধ্যে কোনও দিনের নাম উল্লেখ না করে ,তুমি কি ভাবে পর পর তিনদিনের নাম উল্লেখ করবে ?\
উত্তরঃ গতকাল ,আজ এবং আগামীকালব 


৮.প্রশ্নঃ কোন সে জিনিস সেটা থাকলে ভালো ,কিন্তু পেতে ভালো লাগে না ?
উত্তরঃ লজ্জা 


৯.প্রশ্নঃ একটি পায়রা বাসায় ১টি ডিম্ পারলো সেই দেখে একটি বিড়ালও ১টি ডিম্ পারলো। সেটা কি করে সম্ভব ?
উত্তরঃ পায়রার বাসা থেকে বিড়াল ডিমটিকে পারলো 


১০.প্রশ্নঃ তিন অক্ষরের নাম আমার,গাছ বাইতে রাজা ,শেষ অক্ষর বাদ দিলে দেই পানিতে সাজা। 
উত্তরঃ বানর 

১১.প্রশ্নঃ তিন অক্ষরের নাম তার সবার ঘরে ঘরে বয় ,মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার যোগ্য হয়। 
উত্তরঃ বিছানা (বিনা একটা বাদ্যযন্ত্র আর ছানা একটি খাবার জিনিস ).


১২.প্রশ্নঃ দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে ,ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে। 
উত্তরঃ চাদঁ 

১৩.প্রশ্নঃ বলুনতো কি শুধু নিচে নামে ওপরে উঠে না ?
উত্তরঃ বৃষ্টির জল 


১৪.প্রশ্নঃ রান্না করতে লাগে এটা পেট কাটলে অন্য কাটলে মাথা নেই দোষ, তিন অক্ষরে গণ্য।
উত্তরঃ আগুন 

১৫.প্রশ্নঃ চক থেকে এল সাহেব কোর্ট প্যান্ট পরে, কোর্ট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।
উত্তরঃ পেঁয়াজ 

দাদার গুগলি ,দাদাগিরির প্রশ্ন উত্তর 


১.প্রশ্নঃস্পর্শ না করে আপনাকে আমি তুলবো কি করে ?
উত্তরঃ ক্যামেরার সাহায্যে আপনার ফটো তুলবো !


২.প্রশ্নঃ একজন সৎ লোক গাড়ি পার্ক করে ২০ লাখ নিয়ে ব্যাংকে গেলেন | টাকাগুলোর কোনোটাই জাল নোট ছিল না | টা সত্ত্বেও ২০ মিনিট পরে তিনি যখন ব্যাঙ্ক থেকে বেরিয়ে এলেন, সেই সময় পুলিশ তাকে ধরল | কেন ?
উত্তর : সৎ লোকটি No Parking Zone-এ গাড়িটি পার্ক করেছিলেন | সেই কারণে পুলিশ তাকে ধরেছিল |



৩.প্রশ্নঃ একজন লোক একটি ঘোড়া নিয়ে বেরোলেন | মঙ্গলবার দিন তিনি রওনা হলেন | দু-দিন পরে তিনি ফিরে এলেন সেই মঙ্গলে | কি করে সম্ভব ?
উত্তর :  জায়গার নাম মঙ্গল |


৪.প্রশ্নঃ তুমি নদীর পাড় দিয়ে হাটঁছিলে | হঠাৎ তুমি দেখতে পেলে, একটি যাত্রীবোঝাই নৌকা নদীর সেই পাড়ের দিকে এগিয়ে আসছে | অথচ সেই নৌকোয় কোনও Single Person ছিল না | কারণটা কি ?
উত্তর : যাত্রীবোঝাই সেই নৌকোতে সবাই Couple অথবা Married ছিল | যার ফলে সেই নৌকোয় কেউ Single ছিল না, সকলে জোড়ায় জোড়ায় ছিল |



৫.প্রশ্নঃ একটি আইসক্রিমের দোকানের বোর্ডে লেখা আছে Cup-Ice-cream ৯ টাকা আর Cone-Ice-cream ১০ টাকা | এক ভদ্রমহিলা সেই আইসক্রিমের দোকানে গিয়ে দোকানদারকে ১০ টাকা দিয়ে বললেন-দাদা, একটা আইসক্রিম দিন | দোকানদার ওনাকে কিছু জিজ্ঞেস না করে ১০ টাকার Cone-Ice-cream দিয়ে দিলেন কেন? 

উত্তর : কারণ ভদ্রমহিলা প্রথমে ৯ টাকা বের করে দোকানদারকে দিলেন ; তারপর আরও ১ টাকার Coin দোকানদারকে দিলেন | তখনই দোকানদারের বুঝতে অসুবিধা হলো না যে, ভদ্রমহিলা ১০ টাকার Cone-Ice-cream-ই নিতে চান |




৬.প্রশ্নঃ কোনও সভায় একজন উপস্থিতি হয়ে দেখলেন সেখানে সমস্ত চেয়ারগুলি ভর্তি হয়ে গেছে | তিনি সভায় উপস্থিত সকলকে বললেন যে এক একটি চেয়ারে দু'জন করে বসলে তবে সবাই বসতে পারবে | অবশেষে তাই হওয়াতে দেখা গেল একটি চেয়ার পরে রইল | তা হলে সভায় অংশগ্রহণকারীর সংখ্যা কতজন এবং কতগুলি চেয়ার ছিল ? 

উত্তর : সভায় অংশগ্রহণকারীর সংখ্যা ৪ এবং আসনের সংখ্যা ৩ |


৭.প্রশ্নঃ এক ব্যবসায়ী ব্যবসার জন্যে তার তিন ছেলেকে ডেকে বড় ছেলেকে ৬০ কেজি., মেজ ছেলেকে ৪০ কেজি. এবং ছোট ছেলেকে ২০ কেজি. ডাল দিলেন | বলা হলো তারা যেন প্রত্যেকে একই পরিমান টাকা বিক্রয় করে | এখন প্রশ্ন হলো কে কত করে বিক্রয় করলে তিন জনের টাকা একরকম হবে ?

উত্তর :বড় ছেলে ২ টাকা , মেজ ছেলে ৩ টাকা এবং ছোট ছেলে ৬ টাকা কেজি, হিসেবে বিক্রি করলে |



৮.প্রশ্নঃ এক ভদ্রলোক বাসে যাচ্ছে | অন্য আর এক ভদ্রলোক জিজ্ঞাসা করছেন ক'টা বাজে ? কন্ডাক্টার জিজ্ঞাসা করলেন কত টিকিট করব ? ভদ্রলোক এক কথায় টিকিট এবং কটা বাজে জানালো | কিভাবে ?

উত্তর :  ২ টা ২০


৯.প্রশ্নঃ দু-দল বরযাত্রী মুখোমুখি হলে একদল ওপর দলকে জিজ্ঞাসা করল তোমরা দলে কতজন ? অপরদল উত্তরে জানাল , তোমাদের একজন এলে আমাদের দল তোমাদের দ্বিগুন হবে | প্রত্যুত্তরে অপরদল জানাল তোমাদের একজন এলে আমরা উভয় দল সমান হবে | বরযাত্রী দু দলের সংখ্যা কি কি 
উত্তর : একদলের ৫ জন অপর দলের ৭ জন |


১০.প্রশ্নঃ হাসপাতালের নার্স একজন বোবা রোগীকে প্রশ্ন করে কাল রাত্রে তুমি কতবার অসুস্থ বোধ করেছো | উত্তরে বোবা রোগীটি লিখে জানায় ১১২৯ | এখন বলুন রোগীটি কেমন আছে ?
উত্তর : ১১২৯ (এক বারো নয়, অর্থাৎ রোগীটি সুস্থ আছে ) |



১১.প্রশ্নঃ রবিবাবু তার ভৃত্যকে বছরের শেষে ১১০০ টাকা ও একখানি আলোয়ান দেবে ঠিক করল | কিন্তু ভৃত্যটি ৯ মাস কাজ করার পর কাজ ছেড়ে দিল | ফলে সে পেল আলোয়ান এবং ৮০০ টাকা | আলোয়ানটির দাম কত ?

উত্তর : ১০০ টাকা


১২.প্রশ্নঃ একজন এক রাখালকে জিজ্ঞাসা করল, তোমার ক'টা গরু আছে ? রাখাল বললো , আমি গরিব মানুষ | বেশি গরু আমার নেই | তবে যা আছে, তাকে দুটো আলাদা ভাগে ভাগ করো | এই দুটো ভাগের বিয়োগফল যা দুটো ভাগের বর্গের বিয়োগফল ও তার সমান | রাখালের ক'টা গরু ছিল ?

উত্তর : ২


১৩.প্রশ্নঃ এক পুকুরের চার কোণে চারটি মন্দির আছে | একজন পূজারী প্রত্যেক দিন পুকুরের চার কোনার মন্দিরে একই সংখ্যার ফুল দিয়ে পূজা করেন | প্রত্যেক মন্দিরে পূজার আগে পূজারী মন্দির সংলগ্ন পুকুরে ডুব দিয়ে স্নান করেন | ডুব দেবার সময় পূজারীর সাজিতে যত ফুল ছিল, তার দ্বিগুন হয়ে যায় | ঐ পূজারী প্রত্যেক মন্দিরে ১৬ টি হিসাবে ফুল দিয়ে পূজা দেন | ঐ চারটি মন্দিরে পূজা দেওয়ার পর পূজারীর সাজিতে কোনও ফুল আর অবশিষ্ট থাকে না | পূজারীর সাজিতে কত ফুল ছিল ?

উত্তর : ১৫


১৪.এক চাষির কিছু হাঁস ছিল | হাঁসগুলি সামনের একটি পুকুরে সকালে নামে এবং বিকালে ডাকলে তারা জল থেকে উঠে আসে | সেদিন দুপুরে হঠাৎ বৃষ্টি এলে চাষি তার ছেলেকে হাঁসগুলি দেখতে পাঠালে - ছেলেটি বললো তীরে নব্বই, নীড়ে নব্বই , এতে চাষি কি বুঝল, চাষির হাঁস কটি ?

উত্তর : ১৮০ টি





আমাদের আরো জনপ্রিয় পোস্ট -




Dear reader, hope all of you like this ১০০+ মজার ধাঁধা উত্তর সহ | Dhadha Bangla with Answer. Please don’t forget to share with everyone thank you.




Don’t forget to Share With Everyone
 💓Thank you 💓








Comments

Archive