Women’s Day Wishes in Bengali~শুভ নারী দিবসের শুভেচ্ছা
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সমস্ত নারী জাতিকে BanglarWay এর তরফ থেকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যেহেতু নারী দিবস পালনের কেন্দ্রীয় বিষয় নারী শক্তি, তাই আমরা মনে করি নারী সমাজের কাছে এই দিনটি খুবই স্পেশাল। এই দিনটিকে আরো স্পেশাল করে তুলতে আমরা নিয়ে এসেছি বাছাই করা সেরা Women’s Day Wishes in Bengali~শুভ নারী দিবসের শুভেচ্ছা ।এই শুভেচ্ছা বার্তা গুলো ব্যবহার করে আপনি আপনার প্রিয়জনদের নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে মহিলাদের প্রতি আপনার সন্মান ও শ্রদ্ধা জানাতে পারবেন।
আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস :
আজ ৮মার্চ ,আন্তর্জাতিক নারী দিবস। প্রথম ১৯০৯ সালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ১৯০৮ সালে আমেরিকার মহিলা বস্ত্রসমিকরা তাঁদের কাজের সম্মান আদায়ের লক্ষে ধর্ম ঘাট শুরু করেন। যে আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৯৭৭ সালে রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদ ৮ মার্চকে অনুষ্ঠানিক ভাবে নারী দিবস হিসেবে ঘোষণা করে। তাতে,১৯১৪ সালে থেকেই বেশ কয়েকটি দেশ ৮মার্চ পালিত হতে শুরু করে।
নারী দিবসে কী কী শুভেচ্ছা বার্তা পাঠাবে ?
~শুভ নারী দিবসের শুভেচ্ছা ~
*নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত।
তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমান করার দরকার নেই।
শুভ নারী দিসব *
![]() |
শুভ নারী দিবসের শুভেচ্ছা |
*যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয় ,
তারা কেউ পুরুষ নয় ,তাঁরা মানুষও নয়।
শুভ নারী দিবস*
![]() |
শুভ নারী দিবসের শুভেচ্ছা *তোমায় শরীর নয় , সেদিন সবাই তোমার মন বুজবে সেদিনই হবে যথার্থ নারী দিসব* |
![]() |
শুভ নারী দিবসের শুভেচ্ছা |
*পৃথিবীর প্রাণ তুমি ,
তোমার থাকে সৃষ্টি আমি ,
আজ তাই তোমারে নমি ,
শুভ নারী দিবস।*
![]() |
শুভ নারী দিবসের শুভেচ্ছা |
![]() |
শুভ নারী দিবসের শুভেচ্ছা |
Comments