দাম্পত্য জীবনে সুখী হওয়ার ১২টি উপায় -12 Ways to Be Happy Marriage Tips

দাম্পত্য জীবনে সুখী হওয়ার ১২টি উপায় -12 Ways to Be Happy Marriage Tips

Do You Find Ways to Be Happy Marriage Tips: happy marriage tips,successful marriage tips,tips on happy marriage life,for happy married life tips,love tips bangla,bengali wedding quotes in bengali,happy married life in bengali, Relationship Tips .


Happy Marriage Tips
Happy Marriage Tips


দাম্পত্য জীবনে সুখী হওয়ার ১২টি উপায়: প্রত্যেকটি স্বামী স্ত্রীর সংসারে সবাই সুখে থাকতে চায়।কিন্তু দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় অনেকে জানে না। তারা নিজেদের মাঝে সুখে থাকার উপায় খুজে পায় না। স্বামী স্ত্রী দুই জনের মনের ভাব এক রকম না হলে সংসার জীবনে সুখে হওয়া অনেক কঠিন। কিন্তু দুই জনের মনের মিল হলে সংসার সুখে ভরে উঠে। আর দাম্পত্য জীবনে মনের মিল সহজ কথা নয়। এখানে দুই জনকে অনেক কিছু সহজে মেনে নিয়ে চলতে হবে। এই তাল মিলিয়ে চলা অনেক কঠিন কাজ। কিন্তু দুই জনের জানার জ্ঞান বেশি থাকলে এটা সম্ভব। এর কারন কখন স্বামীর মন খারাপ হয় তা স্ত্রীকে উপলদ্ধি করতে হবে। আর এটা জানার জন্য তার যতেস্ট জ্ঞানের প্রয়োজন আছে। তাই সংসার মধুর ও সুন্দর করে রাখতে হলে অবশ্যই কিছূ টিপস মাথায় রাখতে হবে। তাই জেনে নিই দাম্পত্য জীবনে সুখী হওয়ার টিপস।


দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় অনেক আছে। তার মধ্য থেকে কিছু টিপস আপনাদের মাঝে আলোচনা করা হল।

১। সন্দেহ নামক বিষ থেকে দূরে থাকুনঃ

মনের মধ্যে সন্দেহ পুষে কোন কাজে যেমন সফল হওয়া যায় না। ঠিক দাম্পত্য জীবনে এই বিষ সব কিছু ধ্বংশ করে দেয়। অনেক সুখের সংসার শুধু দুই জনের সন্দেহের কারনে বিচ্চদে পরিনত হতে যাচ্ছে। তাই কখনও দাম্পত্যজীবনে সন্দেহ বাসা বাদলে সঙ্গে সঙ্গে দূরে ঠেলে ফেলে দিন। আর এটি প্রবল হওয়ার আগে নিজেদের মাঝে সন্দেহের বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করুন। আলোচনা সঠিক পথ দেখায়। রাগারাগি করে কখনও সমাধানে পৌছানো যায় না। তাই সন্দেহ নামক বিষ থেকে সবসময় দূরে থাকুন।

২। দুই জনে বন্ধু হবার চেষ্টা করুনঃ

দাম্পত্যজীবনে প্রথমদিকে দুজন মানুষের মধ্যে বন্ধুভাবাপন্ন মানসিকতা তৈরি খুবই গুরুত্বপূর্ণ।আর এটি প্রথমে একটু কঠিন,কিস্তু দুই জনের চেষ্টা থাকলে খুব সহজে বন্ধুত্বে পরিনত হয়।যখন নিজেদের মধ্যে বন্ধুসুলোভ মনোভাব হয় তখনি মনের সকল কথা একে অপরের মাঝে প্রকাশ করতে পারে। ফলে সংসার জীবন সুখময় হয়ে উঠে।তাই নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলুন।

৩।দুইজনের মধ্যে শেয়ারিং বাড়ানঃ

একজন মেয়ে বিয়ের পরে তার সবচেয়ে কাছের মানুষ তার স্বামী।ঠিক স্বামীর ক্ষেত্রেও তাই । ফলে দুই জন নিজেদের সকল কথা নিঃসন্দেহে একে অপরের মধ্যে বলতে পারবে। যখন বলার অভাাস গড়ে উঠবে তখন দুজন দুজনার ভালোলাগা, জীবনের ভাল সময় খারাপ সময়, মন্দ লাগা,ভাল মুহূর্ত খারাপ মুহূর্ত শেয়ার করুা যাবে। এবং জীবন অনেক সুখময় মনে হবে।

৪। একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করুনঃ

আমাদের ডিজিটাল যুগে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা ভক্তি একে বারেই কম। কিন্তু আগের দিনের মানুষের মাঝে সম্মান ও শ্রদ্ধা অনেক বেশি ছিল। তাদের জীবন ও অনেক ভালো ছিল।তাদের মাঝে বিবাহ বিচ্চদে অনেক কম ছিল। কিন্তু এখনকার দিনে প্রতিযোগীতা করে কে কার উপর বড়। সম্মান ও শ্রদ্ধা না করে নিজের দাম্ভিকতা প্রকাশ পায় বেশি। ফলে নিজেদের মধ্যে মতভেদের সৃস্টি হয়। আর এই মতভেদ থেকে শুরু হয় বিভিন্ন সমস্যা।এমন কি এক সময় সংসার টিকে রাখা অনেক কঠিন হয়ে যায়। তাই সংসার সুখের করতে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করুতে হবে।


৫। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুনঃ

সংসার জীবনে সমস্যা বিহীন মানুষ নেয়। আর এটি পৃথিবীর শুরু থেকেই এটি হয়ে আচ্ছে। তাই বর্তমানে এটি থাকবে। কিন্তু এর অভার কাম করতে হবে আমাদের। অধিকাংশ সংসারে কোলহ বাধে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারনে। যখন নিজেদের মাঝে সমস্যা সৃস্টি হয় ,তখন নিজেরা মিটিয়ে নিলে কোন সমস্যা হয় না। কিন্তু যখনি অন্যব্যক্তিকে আমন্ত্রণ করে তখনি শুরু হয় বড় আকারের বিপাদ। আর এই থেকে মুক্ত থাকতে অবশ্যই নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করুন।

৬। সঙ্গীর মতামত কে প্রাধান্য প্রদান করুনঃ

প্রতেকটি মানুষের তার নিজের বড়ত্ব প্রকাশ করার স্বভাব। তাই নিজের মতের উপর আমরা সবসময় অবিচল থাকতে চায়। কিন্তু এতে অনেক সময় সমস্যা সৃস্টি হয়। সেই জ্ঞীয়ানী যে অন্যের কথা শোনো। তাই আমাদের অবশ্যই একে অপরের কথা শুনতে হবে এবং কথার মূল্যায়ন করতে হবে। যখন কথার মূল্যায়ন করা হয় তখন নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। সংসার জীবনে অধিকাংশ সময় স্বামীর কথায় প্রাধান্য বেশি পায়। কিন্তু এই মনো ভাব দূর করতে হবে। অনেক সময় স্ত্রীর কথায় অনেক গুরুত্বপূর্ণ হয়।

৭। নিজেদের মধ্যে বিশ্বাস তৈরি করুণঃ

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আর সুখের দাম্পত্য জীবন গড়ার জন্য এটি সবচেয়ে বড় হাতিহার। বিশ্বাস এমন একটি বস্তু যা কাহারো উপর একবার উঠে গেলে এটা পুনরায় স্থাপন করা অনেক কঠিন কাজ। আর দাম্পত্য জীবন ঠিকে থাকে সম্পন্ন বিশ্বাসে উপার। বিশ্বাস ছাড়া সংসার করলে সেই সংসার সুখের হয় না। কিন্তু তার পরেও অনেকেই একই বাড়িতে বসবাস করছে। তাদের উচিত বিশ্বাস ভাঙ্গার কাজ থেকে দুইজনকে দুরে থাকা। নিজের মধ্যে সবসময় বিশ্বাস স্থাপন কর।

৮। Sacrifice করারঃ

Sacrifice দাম্পত্য জীবনে সুখী হওয়ার টিপস এর মধ্যে অন্যতম। কারন সংসার সুখে করতে অবশ্যই নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মনভাব গড়ে তুলতে হবে। যাদের মধ্যে ছাড় দেওয়ার মনোভাব যত বেশি তারা ততো বেশি সুখী। আর ছাড় দেওয়া শুধু পরিবারের মধ্যে নয় যারা জীবনে যত ছাড় দেওয়ার মনোভাব গড়ে তুলবে তারা ততো উপরে উঠবে।



৯। সারপ্রাইজ দেবার চেষ্টা করুনঃ

সারপ্রাইজ সংসার কে আরো সুখময় করে। এটি বিভিন্ন উপলক্ষে এক জন আরেক জনকে কিছু উপহার দেন।এবং এটি দেখে অন্য জন অনুপ্রেরিত হবে। আর এটি সঙ্গীর জন্মদিন, দুজনের দেখা হবার প্রথম দিন, যে কোন প্রথম দিন, বিবাহবার্ষিকী, ভালবাসা দিবস সহ যে কোন দিন দিতে পারেন।ফলে সুখের দাম্পত্য জীবন গড়ে উঠবে।


১০।ভুল স্বীকার করার মানসিকতাঃ

আসলে জীবনে সরি বললে কোন ক্ষতি নেয় বরং অনেক ক্ষেত্রে লাভ হয়। তাই কোন কারনে ভুল হলে সঙ্গে সঙ্গে ভূল স্বীকার করে নেওয়ার মনোভাব গড়ে তুলতে হবে। এতে আপনার লজ্জা পাওয়ার কিছু নেয়। ভূল বুঝতে পারা এটি একটি বড় গুন। তাই নিজের ভূল নিজে ধরতে পারলে সুখী দাম্পত্য জীবন গড়া সম্ভব।


১১। মাঝে মাঝে বিনোদন করুনঃ

এক গিয়েমি কোন কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে সময় করে দূরে কোথাও বেড়াতে যান। এতে সংসার জীবন অনেক সুন্দর হবে। ফ্রেস জায়গা ফ্রেস মন গড়ে তোলে। ভ্রমন শুধু বিনোদন দেয় না এটি অনেক কিছু আমাদের সেখায়। তাই সময় পেলে জীবন সঙ্গীনিকে নিয়ে বেড়াতে চলে যান। তাছাড়া মাঝে মাঝে বাহিরে গিয়ে নাস্তা,ডিনার,করতে পারেন এতে দুই জনের মধ্যে ভালোবাসা অনেক বৃদ্ধি পাবে।

১২। নিজে হাসি খুসি থাকাঃ

সুখী দাম্পত্য জীবন গড়তে চায়লে এই একটি জিনিস মাথায় রাখুন। আপনে হেসে কথা বলার অভ্যাস করুন কখনো রাগারাগি হবে না। কথায় আছে আপনি ভালো তো জগত ভালো। নিজে সব সময় হাসি খুসি থাকলে যেমন মন ভালো থাকে ঠিক সংসার জীবন ও সুখের হবে। নিজের মধ্যে এই গুনটি গড়ে তুললে আপনার সঙ্গীনির মধ্যেও এর প্রভাব পড়বে।

Comments

Archive