হাঁটার ৮ টি উপরিকতা - 8 Benefits of Walking Daily

হাঁটার ৮ টি উপরিকতা - 8 Benefits of Walking Daily

 
8 Benefits of Walking Daily

নিয়মিত হাঁটার উপকারিতা ~ Benefits of Walking Daily:-ফাস্টফুডের যুগে ওজন বেড়ে যাচ্ছে দ্রুত আর তার জন্য শুরু হচ্ছে ডায়েট কিন্তু শুধুমাত্র ডায়েট করলেই,আর পুষ্টকর খাবার খেলেই সুস্থ থাকা সম্ভব নয়, কারণ বর্তমানে ভেজালে ছেয়ে গেছে, তবে প্রতিদিন ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। সবচেয়ে সহজ ব্যায়াম হলো হাঁটা, রোজ কিছু সময় বার করে যদি হাটা যায় তাহলে বিবিধ রোগের সম্ভাবনা অনেকটাই কমে যায়,শরীর সুস্থ রাখতে হাঁটার কোনো বিকল্প নেই।যে কোনো বয়সের মানুষ সারাদিনে কিছু সময় হেঁটে অনায়াসেই নিজেকে সুস্থ রাখতে পারে। প্রতিদিন নিয়ম করে হাঁটলে ব্লাড প্রেসার, কোলেস্টেরল, হার্টের সমস্যা, ডায়াবেটিস, অবসাদ প্রভৃতি রোগ থেকে রেহাই পাওয়া যায় তেমনি ওজন নিয়ন্ত্রণে আনা যায়, কর্মক্ষমতা বৃদ্ধি পায় পাশাপাশি ঘুমও ভালো হয়।

হাঁটার উপকারিতা:-

 

 

 
হৃৎপিণ্ড ভালো থাকে

১.হৃৎপিণ্ড ভালো থাকে : 

প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটলে আপনার হৃদয়স্পন্দন বাড়বে। হৃদয়স্পন্দন বেশি হওয়ায় সঙ্গে সঙ্গে শরীরের রক্ত সঞ্চালনা ভালো হবে। দ্রুত হাঁটলে উচ্চ  রক্ত চাপের সমস্যা কমে , ডায়াবেটিক এর সমস্যা দূর হয়। কোলেস্টোরের নিয়ন্ত্রন থাকে। 
 

 
8 Benefits of Walking Daily

২.ভালো ঘুম আসে :

যাদের রাতে ঘুম আসে না বা ইনসোমনিয়া রোগ থাকে তাদের হাঁটা  খুব দরকার।  হাঁটলে ভালো ঘুম হয়। তাই প্রতিদিন মর্নিং ওয়ার্ক করা ভালো। এর ফলে মস্তিক শান্ত ও ভালো থাকে।  শরীর চাঙ্গা থাকে। 
 

 

 
8 Benefits of Walking Daily

৩.হাড়ের  শক্তি বাড়ায় :

প্রতিদিন হাঁটলেও হাড়ের ঘনত্ব বাড়ে। হাড় ক্ষয় কম হয়।এই অতি সাধারণ একটি ব্যায়াম মেরুদন্ড ,পা ও কোমরের শক্তি বাড়ে।
 

 

 
বক ভালো থাকে

৪.ত্বক ভালো থাকে :

ত্বক দাগ -ছোপ  ,ব্রণ ত্বক  ফেটে যাওয়া সমস্যা অনেকেরই ভোগেন। ত্বকে রক্ত সঞ্চালনা ভালো না হওয়ায় কারণে এই সমস্যা হয়। তাই ত্বকে রক্তসঞ্চলানা  ভালো করার হয় ও ত্বকে  অক্সিজেন যা ভালোভাবে পৌঁছাতে পারে সেজন্য প্রতিদিন হাঁটা দরকার।প্রতিদিন হাঁটলে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে। ত্বক সাস্থবান হবে।.
 
 
 
 
হজমের গতি বাড়ে

৫. হজমের গতি বাড়ে :

হাঁটা   আপনার হজমের গতিতে সাহায্য  করে।  লাঞ্চ বা ডিনারের পরে ১০ মিনিটের জন্য হাঁটুন।দ্রুত শুয়ে যাবেন না।খাওয়ার পর হাঁটা  ওজন নিয়েন্ত্রন রাখতে সাহায্য  করে। 
 
 
 
 
ওজন হ্রাস কাজ করে

৬. ওজন হ্রাস কাজ করে :

প্রতিদিন হাঁটা আপনার আরও ক্যালোরি ঝরাতে সায়াহতা করে এবং ওজন বাড়ার  ঝুঁকি এবং এর সঙ্গে সম্পর্কিত স্বাস্থগত জটিলতা থেকেও মুক্তি দেই। এটি আপনাকে পতি মাইলে ১০০ ক্যালোরি পর্যন্ত কমাতে সাহায্য  করতে পারে। 
 
 
 
কিডনির উপর চাপ কমায়

 

৭.কিডনির উপর চাপ কমায় :

শরীর থেকে নুন অপসারণ প্ৰথমিক  ভাবে কিডনি দ্বারা করা হয়। এটি ত্বকের মধ্যে ঘাম হয়ে নিগম হতে পারে।ঘামের  ফলে কিছুটা লবন বের হয়ে যাওয়ার ফলে এটি কিডনির চাপ কমাতে সহায়তা করে। 
 
 
ডায়াবেটিস পতিরোধ করে

৮. ডায়াবেটিস পতিরোধ করে :

ব্রেকফাস্ট ,লাঞ্চ  ও ডিনারের পরে ১৫ মিনিট বা ২০০০ স্টেপ হাঁটলে ডায়াবেটিস পতিরোধ করতে বা এর প্রবলতা হাঁস  করতে পারে। আপনি যত বেশি সক্রিয় ,আপনার বিপাকক্রিয়া তত  দ্রুত এবং  আপনার ডায়াবেটিস তত বেশি দূরে যাবে 
 
" Dear  পাঠক , উপরে পরামশ গুলো ফলো  করে আপনার শাররীক ভাবে সুস্থ থাকতে পারেন। এবং আপনাদরে প্রিয় মানুষদের শেয়ার করে তাদের সুস্থ জীবন যাপনের সুযোগ করে দিন "
 

Comments

Archive