Marriage Anniversary Wishes In Bengal for Every Couple
Marriage Anniversary Wishes In Bengal for Every Couple
![]() |
Marriage Anniversary Wishes In Bengal |
Marriage Anniversary: এটি একটি এমন বিশেষ দিন প্রত্যেক দম্পতির জীবনে বিশেষ স্থান করে রাখে। আর এই দিনটিকে তারা বিশেষ ভাবে কাটাই , বিবাহ বার্ষিকী শুধু স্বামী স্ত্রীর কাছেই একটি আনন্দের দিন নয় এটি তাদের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছেও একটি বিশেষ দিন।বিবাহ হল বিশ্বাস, শ্রদ্ধা, ভালবাসা এবং প্রতিশ্রুতিবদ্ধ এক পবিত্র বন্ধন। আর এই স্পেশাল দিনটি স্বামী স্ত্রীর কাছে আরো স্পেশাল করে তুলতে আমাদের এই আয়োজন,আপনাদের জন্য কিছু সেরা বাছাই করা Bengali Marriage Anniversary wishes ও SMS-এর সেরা কালেকশান। এই গুলো আপনার প্রিয় মানুষকে পাঠিয়ে খুশি করতে পারবেন।
এই পোস্টে সম্পুন্ন নতুন করে স্বামী স্ত্রীর স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা,বিবাহ বার্ষিকী শুভেচ্ছা gif,এনিভার্সারি স্ট্যাটাস বাংলা,বিবাহ স্ট্যাটাস বাংলা,স্ত্রী কে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানানোর আইডিয়া থাকছে আর তার সাথে কিছু গিফট এর আইডিয়া থাকছে।
Marriage Anniversary Wishes In Bengali
![]() |
Marriage Anniversary Wishes image |
Bangla Marriage Anniversary Sms
দ্সেদিন থেকে তোমাদের একার আর কিছু নেই...সব কিছু দুজনের...
অনিন্দ হোক বা দুঃখ...হাসি হোক বা কান্না..
সব কিছুই তোমাদের ভাগ করে নিতে হবে..
কামনা করি জীবনের বন্ধুরতম রাস্তাতেও যেন তোমরা পরস্পরের হাত না ছাড়ো ...
শুভ বিবাহবার্ষিকী...
Happy Anniversary Wish Sms Bangla
নিজের বিবাহ বার্ষিকীতে, জীবন সাথি কে শুভেচ্ছা জানানোর জন্য Bengali Marriage Anniversary Wishes.
যেদিন তোমরা পরস্পরের সাথে
আবদ্ধ হয়েছিলে বিবাহ বন্ধনে..
কামনা করি তোমাদের
জীবনযাত্রা যেন এমনই
সুখে চলে সারা জীবন।
~শুভ বিবাহ বার্ষিকী~”
মেসেজটার হয়তো আর অস্তিত্বও থাকবে না।
শুধু থাকবে আমাদের ভালবাসা, আজকের মতই।
শুভ বিবাহবার্ষিকী।
যেদিন থেকে আমরা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি,
সেই দিন থেকে আমাদের একার আর কিছু নেই। সব কিছু দুজনের।
শুভ বিবাহবার্ষিকী।
তোমার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ।
সেই মুহূর্তটার আজ বছর সম্পূর্ণ হল।
শুভ বিবাহবার্ষিকী।
![]() |
Marriage Anniversary Wishes image |
তুমি ঠিক এভাবেই আমার পাশে থেকো।
আমিও থাকব তোমার পাশে।
শুভ বিবাহবার্ষিকী
মালাবদল করেছিলাম আজকের দিনেই।
উফ…, সে কি প্রেম! শুভ বিবাহবার্ষিকী।
মেসেজ তো সকালেই পাঠিয়ে দিলাম ।
এবার কিন্তু তোমার গিফট দেওয়ার পালা।
সেটা ভুলে যেও না।
শহরের বাইরে কোথাও সেলিব্রেট করব আমাদের স্পেশ্যাল দিন।
একে অপরকে বলে উঠব,
শুভ বিবাহবার্ষিকী।
আরও এক বছর ঝগড়ার বয়স বাড়ল।
শুভ বিবাহবার্ষিকী।
![]() |
Marriage Anniversary Wishes image |
Comments