এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী | APJ Abul kalam speech

এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী | APJ Abul kalam speech

আমাদের ওয়েবসাইট BanglarWay-এ আপনাকে স্বাগতম। আপনি কি এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী  খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক ওয়েবপেজে এসেছেন। আমাদের এই পোস্টে আপনি নতুন এবং বাছাই করা সেরা কিছু এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী APJ Abul kalam speech Images  দেখতে পাবেন। আপনি এই এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণীগুলোকে খুব সহজেই শেয়ার করতে পারবেন।

এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images

 
 Do you need abdul kalam,apj abdul kalam,a. p. j. abdul kalam (politician),abdul kalam speech,apj abdul kalam speech,kalam,apj abdul kalam biography,apj abdul kalam story,dr apj abdul kalam,dr. apj abdul kalam,a p j abdul kalam rules,abdul kalam biography,a p j abdul kalam success,apj abdul kalam speech in bengali,apj abdul kalam inspirational speech,abdul kalam quotes,a p j abdul kalam words,a p j abdul kalam speech,a p j abdul kalam struggles,abdul kalam speech in tamil,abdul kalam inspirational speech

 

আমাদের জিবনে  যাতারই অনেক সমসাই পড়ি  আর সেই সমসার সমাধান পাই কিছু  মহান বাক্তির বানী দিয়ে আব্দুল কালাম আমাদের জন্য যে কথা গুলি বলেছেন । তা আমারা আমাদের জিবনে নিলে  আমাদের জীবন সসফল করে গড়ে তুল্লতে পারব ।তাই কামাল স্যার এর কিছু মহান বানী নিছে দেউয়া হল।

 

এ পি জে আব্দুল কালাম  সম্বন্ধে কিছু কথা :

আব্দুল কালাম ১৫ অক্টোবর, ১৯৩১ সাল, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির রামেশ্বরমের এক তামিল মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জয়নুল-আবেদিন ছিলেন একজন নৌকামালিক এবং মাতা অশিয়াম্মা ছিলেন গৃহবধূ। তাঁর পিতা রামেশ্বরম অধুনা-বিলুপ্ত ধনুষ্কোডির মধ্যে হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করাতেন।



২০১৫ খ্রিস্টাব্দের ২৭শে জুলাই, মেঘালয়ের শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠানে বসবাসযোগ্য পৃথিবী বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রমাণ সময় সন্ধ্যা :৩০ নাগাদ হৃদ্রোগে আক্রান্ত হন। তাঁকে বেথানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সন্ধ্যা ভারতীয় প্রমাণ সময় :৪৫ নাগাদ তাঁর মৃত্যু ঘটে।

 

এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী বা উক্তি

  

আব্দুল কালাম এর কিছু বাণী বা উক্তি"

“যারা মন থেকে কাজ করে না, তাঁরা আসলে কিছুই অর্জন করতে পারে না। আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়। ” – এ পি জে আব্দুল কালাম


 “একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশী শিখতে পারে ।” – এ পি জে আব্দুল কালাম
 


 “তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবেনা | কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো,ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমার সবাইকে স্যালুট করে যেতে হবে
– এ পি জে আব্দুল কালাম

 

এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী বা উক্তি






 

    “শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে।” – এ পি জে আব্দুল কালাম
 
 
 
 “প্রথম জয়ের পর কখনই বিশ্রাম নেওয়া উচিত নয়, তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই, তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে – এ পি জে আব্দুল কালাম
 
 
 
 
 “জীবন একটা কঠিন খেলা, ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই একমাত্র তুমি জয়ী হতে পারবে– এ পি জে আব্দুল কালাম
 
 
 
 “জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত – এ পি জে আব্দুল কালাম
 
 
 
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী বা উক্তি  
 
 
 “যে মানুষগুলো তোমাকে বলে, “তুমি পারো না” বা “তুমি পারবেই না”, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে; তুমি পারবে – এ পি জে আব্দুল কালাম
 
 
 “যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। – এ পি জে আব্দুল কালাম
 
 
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী বা উক্তি
 
 “সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না । মুখোমুখি রুখে দাঁড়াবে । মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোন আনন্দ নেই । আর সব সমস্যার সমাধান আছে ।এ পি জে আব্দুল কালাম


 

    “যদি একটা দেশকে সম্পূণর্রূপে দুর্নীতিমুক্ত ও একটা জাতিকে সুন্দর মনের অধিকারী করতে হয়, তাহলে আমি বিশ্বাস করি, তিনজন ব্যক্তি এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন- বাবা, মা ও শিক্ষক।” – এ পি জে আব্দুল কালাম


 “মহৎ মানুষেরা ধর্মকে মিত্রতা স্থাপনের কাজে ব্যবহার করে । আর সংকীর্ণ মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে কাজে লাগায়
– এ পি জে আব্দুল কালাম

 

    “যদি তুমি তোমার কাজকে স্যালুট কর, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান কর, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে।” – এ পি জে আব্দুল কালাম
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী বা উক্তি


 

 “উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।” – এ পি জে আব্দুল কালাম


 

 “যদি তোমার সবকিছু শেষ হয়ে যায়, ভেঙে পড়ো না । মনে রাখবে এন্ড শব্দের আরেকটি অর্থ রয়েছে। এণ্ড ফর নেভার ডাই । অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। – এ পি জে আব্দুল কালাম

 

 

 “কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছো না! চিন্তিত করো না- ‘NO’ শব্দের মানে হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ’। – এ পি জে আব্দুল কালাম

 

 “যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না। আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়। " – এ পি জে আব্দুল কালাম

 

 

    “আমরা তখনই স্মরণীয় হয়ে থাকবো, শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারবো।” – এ পি জে আব্দুল কালাম
 
 
 
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী বা উক্তি
 
 একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে– এ পি জে আব্দুল কালাম


 
“আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। ” – এ পি জে আব্দুল কালাম

 
 
 “একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। – এ পি জে আব্দুল কালাম


 

    “জাতির সবচেয়ে ভাল মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।” – এ পি জে আব্দুল কালাম


 

    “যে হূদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না।” – এ পি জে আব্দুল কালাম


 

    “জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।” – এ পি জে আব্দুল কালাম


 

    “তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো” – এ পি জে আব্দুল কালাম


 

    “জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যের এতো স্বাদ।” – এ পি জে আব্দুল কালাম
 
 
 
জীবন এক কঠিন খেলা, এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগত ভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে– এ পি জে আব্দুল


 

    “একটি ভাল বই একশত ভাল বন্ধুর সমান কিন্তু একজন ভাল বন্ধু একটি লাইব্রেরীর সমান।” – এ পি জে আব্দুল কালাম


 

    “পরম উৎকর্ষতা হলো একটি চলমান প্রক্রিয়া। এটা হঠাৎ করেই আসে না। ধীরে ধীরে আসে।” – এ পি জে আব্দুল কালাম


 

    “যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না; তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়।” – এ পি জে আব্দুল কালাম



 

    “তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে। আবিষ্কারের নেশা থাকতে হবে। যেপথে কেউ যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা।” – এ পি জে আব্দুল কালাম


 
 
    “ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।” – এ পি জে আব্দুল কালাম


 

    “শিক্ষাবিদদের বিচক্ষণতা, সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে পথিকৃত্ হিসেবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত।” – এ পি জে আব্দুল কালাম


 

    “আকাশের দিকে তাকাও। আমরা একা নই। মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুপ্রতীম। যারা স্বপ্ন দেখে ও সে মতো কাজ করে, তাদের কাছেই সেরাটা ধরা দেয়।” – এ পি জে আব্দুল কালাম


 

    “সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।” – এ পি জে আব্দুল কালাম


 

    “জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।” – এ পি জে আব্দুল কালাম



 

    “স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হল সেটাই যেটা পুরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না।” – এ পি জে আব্দুল কালাম
 
 
 
 
 
আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনই আমাকে অতিক্রম করতে পারবে না _এ পি জে আব্দুল কালাম



 

এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images
এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী,APJ Abul kalam speech Images

    “যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।” – এ পি জে আব্দুল কালাম
 
 
"ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম, এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে । "– এ পি জে আব্দুল কালাম



 

    “একটি বই একশটি বন্ধুর সমান.. কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।” – এ পি জে আব্দুল কালাম



 

    “আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।” – এ পি জে আব্দুল কালাম
 
 
বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় – এ পি জে আব্দুল কালাম


 



    “আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুতগতিতে বেশী বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন।” – এ পি জে আব্দুল কালাম
 


 

    “যদি কোন দেশ দুর্নীতিমুক্ত হয় এবং সবার মধ্যে সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠে, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি সেখানকার সামাজিক জীবনে তিন রকম মানুষ থাকবে, যারা পরিবর্তন আনতে পারেন। তারা হলেন পিতা, মাতা ও শিক্ষক। ” – এ পি জে আব্দুল কালাম



    “স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।” – এ পি জে আব্দুল কালাম


    "মানুষের জীবন ঘটনাবহুল। আর সেই জীবনে প্রতিনিয়ত ভিড় করে আসে নানান রকমের সমস্যা। সমস্যা ছাড়া মানুষের জীবন চলতেই পারেনা। সমস্যা মিটে গেলেই সফলতার স্বাদ পাওয়া যায়। আর এই কথাই বিশ্বাস করতেন ভারতের মিসাইল ম্যান তথা প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম।তিনি মনে করতেন, সমস্যা অতিক্রম করার পর যে সফলতা আসে তার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ। " – এ পি জে আব্দুল কালাম
 
 
 
"শিক্ষাবিদদের বিচক্ষণতা, সৃজনশীলতার পাশাপাশি উদ্যোগী হওয়ার ও নৈতিক নেতৃত্বেরও শিক্ষা দেওয়া উচিত। সেই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিজেকে পথিকৃত্ হিসেবে প্রতিষ্ঠা করার যোগ্যতা অর্জন করা উচিত।" – এ পি জে আব্দুল কালাম
 
 
 
ধন্যবাদ, আসা করছি ওপরের এ পি জে আব্দুল কালাম এর কিছু বাণী  | APJ Abul kalam speech গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
 

ধন্যবাদ   🙏💕

 

 


Comments

Archive