{NEW} শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি স্ট্যাটাস~Good night in Bangla
{NEW} শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি স্ট্যাটাস~Good night in Bangla
![]() |
শুভ রাত্রি ছবি |
আপনি কি শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি স্ট্যাটাস খুঁজছেন ?তাহলে ঠিক জায়গায় এসেছেন ,শুভ রাত্রি শুভেচ্ছা শুভেচ্ছা জানানোর জন্য অনেকে স্টার্চ করেন তাই ,এই পোস্টে করা বাছাই করা শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি শুভেচ্ছা,শুভ রাত্রি ছবি ডাউনলোড,শুভ রাত্রি ছবি সহ,good night শুভ রাত্রি শুভেচ্ছা।
আপনি এই শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি স্ট্যাটাস গুলোকে শেয়ার করে আপনার প্রিয় মানুষকে শুভ রাত্রির শুভেচ্ছা জানাতে পারবেন।
শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা
তুমি জানো রাত কেন আসে
যাতে তুমি সারাদিনের হতাশাকে ভুলে
আবার নতুন করে স্বপ্ন দেখতে পারো
_“শুভ রাত্রি”
হালকা মেঘের ভাবনা
ভুলিয়ে দিয়ে ভাবনা
একটি মিষ্টি চাঁদ
বলছে তোমায় হচ্ছে রাত।
ওহে স্বপ্নের যাত্রী
sms এ জানাই শুভ রাত্রি।
ফুলের পাঁপড়ি পাখনা মেলে ডাকছে তোমায় মিষ্টি হেসে,
উঁকি দিয়ে এল বলছে তোমায় রাত্রি এবার হলো,
আকাশ নীল পরীরা বলছে এবার ঘুমিয়ে পর।
***“শুভ রাত্রি”***
![]() |
শুভ রাত্রি ছবি |
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে কালো হয়ে যায়
তবুও তুমি রঙ্গিন থাকবে , কারন চোখ বন্ধ করলেই
তোমায় রাজ কন্যার মত দেখি …
— শুভ রাত্রি —
আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়,
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত,
চোখের সীমানায় কেউ কি ডাকে?
নিশ্চুপ গভীর মায়ায়?
–শুভ রাত্রি–
![]() |
শুভ রাত্রি ছবি |
একমাত্র রাত আর তোমার বালিশ জানে
তুমি কতটা দুঃখ লুকিয়ে রেখেছিলে
এটাও জানে তুমি কেমন মানুষ
_“শুভ রাত্রি”
![]() |
শুভ রাত্রি ছবি |
রাত্রির অন্ধকারের একটা বিশেষ গুন আছে
অনেক কিছু দেখা যায়
যেটা দিনের আলোয় দেখা যায় না
- মানুষের চরিত্র
_“শুভ রাত্রি”
আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে
পরবে এটা হতে পারে না..
ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই..
তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না.
এটাই হল ভালবাসা.
“শুভ রাত্রি”
রাত মানে শুধু অন্ধকার নয়
রাত মানে বিন্দু বিন্দু আলো
জীবনে সব বাধা পেরোতে চাইলে
রাতকে বাসতে হবে ভালো
_“শুভ রাত্রি”
![]() |
শুভ রাত্রি ছবি |
সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে ।
শুভ_রাত্রি
![]() |
শুভ রাত্রি ছবি |
সূর্য তোমাকে শেখাবে সবাইকে নিয়ে খুশি থাকতে
চাঁদ তোমাকে শেখাবে নিজেকে নিয়ে বাঁচতে
_“শুভ রাত্রি”
![]() |
শুভ রাত্রি ছবি |
নিরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখ আমার এই বন্ধুত্বের চিঠি।
বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিল পাড়ি,
এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে আড়ি..
–শুভ রাত্রি–**
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য ধন্যবাদ, আসা করছি ওপরের শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা,শুভ রাত্রি স্ট্যাটাস~Good night in Bangla গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।
আমাদের নতুন জনপ্রিয় পোষ্ট গুলি পড়ুন:-
visit us for more updates. Thank you
Darun
ReplyDelete