৫টিপসের সাহায্যে আপনার লাভ দ্বিগুণ করুন -A DEEPER LOVE WALK
Double Your Profit With These 5 Tips on 5 KEYS TO A DEEPER LOVE WALK In Bangla
আপনার সঙ্গী আপনাকে ভালোবাসে কিনা সেটা বোঝার জন্য ৫ টি উপায়:
আপনার সঙ্গী কি সত্যিই আপনাকে ভালোবাসে? এই বিষয়টি বোঝার জন্য ৬ টি বিষয় জেনে নিন।
১. আপনাকে সে কি প্রকাশ করে :- আপনার প্রতি তার ভালোবাসা আছে, এ বিষয়টি বোঝার অন্যতম উপায় হলো সে আপনার সঙ্গে তাঁর পরিবারের পরিচয় করিয়ে দেবে। এ সময় আপনার যে কোনো প্রয়োজনে তাঁকে ডাকলে যেমন কাছে পাবেন তেমন সে আপনার দুঃসময়েও সঙ্গে থাকবে। আপনার পরিবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর আপনাকে যে ভালোবাসে সে আপনার পরিবারকেও সম্মান করবে। আপনার বাবা-মা কিংবা ভাই-বোনকে সে সম্মান করবে। তাঁদের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে সে সম্মানের সঙ্গে তা করবে।
২. ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনার সঙ্গে : - আপনার সঙ্গে জড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে কেউ কি এগিয়ে এসেছে? যদি এগিয়ে আসে তাহলে বুঝে নিন, সে আপনার প্রতি দুর্বল, আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে জীবন অতিবাহিত করতে চায়।
৩. শরীরের ভাষায় ভালোবাসার প্রকাশ :- প্রত্যেক মানুষের শরীরের ভাষাতেই অনেক বিষয় প্রকাশিত হয়। আপনার সঙ্গী যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে তা তাঁর শরীরের ভাষায় প্রকাশিত হবে। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তা তাঁর শরীরের ভাষায় বোঝা যায়। একইভাবে ভালোবাসার বিষয়টিও শরীরের ভাষায় বোঝা সম্ভব।
৪. সে কি আপনার কথা শোনে : - সে যদি আপনার কথা না শোনে তাহলে বুঝতে হবে বিষয়টি সত্যিই চিন্তার। কারণ, আপনার কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই লক্ষ্য করুন যে, তিনি শুধুই কথা বলছেন নাকি আপনার কথাও মনোযোগ দিয়ে শুনছেন।
৫. আপনার হাসির জন্য তাঁর কী অনুভূতি : - যে আপনাকে ভালোবাসে সে আপনাকে সামান্য হাসানোর জন্য হলেও নানাভাবে চেষ্টা চালাবে। আপনার জন্মদিন সহ নানা তারিখের কথা খেয়াল রাখবে। এ ছাড়া অন্য নানা উপলক্ষেও সে আপনাকে অভিনন্দন জানাতে ভুলবে না। এছাড়া যে আপনাকে ভালোবাসে সে সব সময় আপনাকে নানা প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করবে। আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করলে সে তাতে অংশ নেবে না, বরং তাদের বিরুদ্ধেই থাকবে। এমনকি আপনি তাঁর কাছ থেকে সাহায্য না চাইলেও সে আপনার সাহায্যে এগিয়ে আসবে।

Comments