Bangla Good Morning SMS 2021 | Good morning sms with love
Bangla Good Morning SMS 2021 Good Morning Bangla SMS Image |
Good morning sms with love, good morning sms, good morning sms for friends, good morning sms bangla,good morning sms to girlfriend,good morning sms romantic,good morning sms love,good morning sms in love.
Bangla Good Morning SMS 2021 | Good morning sms with love
ঘুম ভাঙ্গার সাথে সাথে মনের মধ্যে প্রথম যা ভেসে ওঠে টা হলো তোমার নাম, ***** গুড মর্নিং ***** “
তুমি আমার আধার রাতের চাদের আলো, তুমি আমার ভোরের আকাশের সূর্য। তাই তোমায় জানাই গুড মর্নিং , দিনটা কাটুক তোমার অনেক ভালো।
আমার সকাল তোমার ভালোবাসা নিয়ে শুরু হয় তাই সারাদিন আনন্দে কাটে, Good Morning। সারাদিন ভালো থাকো
তোমার হাতে হাত রেখে, তোমায় ভালোবেসে তোমার সাথে এমন হাজারটা সকালের সাক্ষী হতে চাই। গুড মর্নিং SMS তাই তোমাকেই শুধু পাঠাই।
রাতের তারাকে বিদায় জানাও, চাঁদকে বলো আবার আসতে। সুন্দর সকালটাকে আমন্ত্রণ জানাও চায়ের টেবিলে।***** গুড মর্নিং ***** “
প্রিয়তমা, শুভ সকাল। জেগে ওঠে, জ্বলে ওঠো আপন শক্তিতে। সূর্য মামাকে হাই বলো, সারাদিন তোমার মনের জানালা আলোকিত থাকুক। অন্ধকার যেন না স্পর্শ করে তোমায়, সেই কামনায় ভালোবাসার মানুষের জন্যে সকালের শুভেচ্ছা জানাই।Goood Morning.
সূর্য উঠুক বা না উঠুক আই ডোন্ট কেয়ার, কারণ তোমাকে সকালের শুভেচ্ছা না জানানো পর্যন্ত আমার দিন শুরু হয় না। শুভ সকাল প্রিয়তমা
জেগে ওঠো প্রিয়তমা, হাত বাড়িয়ে ছুঁয়ে দাও নতুন সোনালি দিনের আলো। আনন্দ আর সুখবর পাও সারাদিন, সেই কামনায় সকালের শুভেচ্ছা জানাই।
সূর্য ছাড়া দিন অর্থহীন, ছাদ ছাড়া রাতের আকাশ অর্থহীন আর তুমি ছাড়া আমার সকাল দুপুর রাত সবই যেন অর্থহীন। iI Miss U, সুপ্রভাত!
সূর্য না উঠলে যেমন সকাল হয় না, তেমন তোমার কথা না ভেবে আমার দিন শুরুই হয় না। সেজন্যে তোমাকে ভাবছি, সুপ্রভাত
মন খারাপের হাজারটা কারণ থাকা সত্যেও প্রতিদিন সকালে ঘুম ভেঙ্গেই আমার মনটা ভালো হয়ে যায় শুধু ভালো থাকার মত একটি কারণে। আমার ভালো থাকার সেই কারণটি হল তুমি। শুভ সকাল।
প্রতিটি নতুন দিন আমাদের ভালবাসা এবং স্নেহ প্রদর্শন করার জন্য আরেকটি সুযোগ করে দেয়। তাই সকাল সকাল বলতে চাই শুভ সকাল।
শুভ সকাল প্রিয়তমা, দোয়া করি আজ তোমার সকল চাওয়া পূর্ণ হোক। ঝটপট উঠে পরো,
শুভ সকাল, চলে যাওয়া দিনের দুঃখ ভুলে শুরু হোক নতুন দিন। ভোরের আলো আলোকিত করুক তোমার জীবন এই কামনায় জানাই শুভ সকাল বন্ধু।
তোমার সুন্দর চোখদুটি মেলে ভোরের আলোয় পৃথিবীটা দেখো, তাকিয়ে দেখো পৃথিবী আজ কত সুন্দর। ভালোকাটুক তোমার দিন, গুড মর্নিং
আমার জীবনটা যদি আকাশ হয় তবে তুমি সেই আকাশে সূর্য, আমার বুকে তুমি না এলে আমার সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়। শুভ সকাল প্রিয়তমা
ভালোবাসা থাকলে সুখি হতে আর কিছুই লাগে না, তাই চলো আজ সকালটা একে অন্যকে ভেবে কাটিয়ে দেই। সারাটি দিন তোমার ভালো কাটুক। শুভ সকাল আমার ভালোবাসা।
প্রতিদিন সকালে দোয়া করি, সৌভাগ্য, আনন্দ, এবং ভালোবাসা দিয়ে শুরু হোক তোমার বাকি দিনটা। সুপ্রভাত প্রিয়তম।
তুমি কি জানো
প্রতিদিন সকালে চাঁদ
কেনো মুখ লুকায়?
সে তোমার রুপে
লজ্জায় মুখ লুকায়।
জেগে ওঠো সুন্দরী। শুভ
সকাল, অনেক শুভেচ্ছা জানাই।
গুড মর্নিং, আমার
ময়না পাখিটাকে খুব
মিস করতেছি, তোমাকে
খুব দেখতে ইচ্ছে
করছে। শুভ সকাল
পৃথিবীর সব থেকে
সুন্দর জিনিষ কি
জানতে চাও? বিছানা
থেকে উঠে আয়নায়
নিজের মুখটা দেখো
উত্তর পেয়ে যাবে।
Good morning সুন্দরী, তুমি
আমার অভ্যাস খারাপ
করে দিয়েছো, এখন
তুমি ছাড়া একা
একা ঘুম থেকে
উঠতে ভালো লাগে
না। চলো একসাথে
আজকের দিনটা শুরু
করি। মিস ইউ,
শুভ সকাল।
প্রতিদিন সকালে সূর্য
তোমায় দেখে হিংসে
পেয়ে সারাদিন জলে,
তোমার রুপে মুগ্ধ
হয়ে রাতের চাঁদ
ওঠে :) সুপ্রভাত বন্ধু।
এখনো ঘুমিয়ে আছো,
এলোমেলো চুলগুলো কপালে
ছড়িয়ে। ঘুম ভেঙ্গে
যখন আমার এই
ম্যাসেজ দেখবে, যেনে
নিয়ো আমি তোমারি
কথা ভাবছি :) গুড
মর্নিং
শুভ সকাল, দিনের
শুরুতে মনে করিয়ে
দিতে চাই তুমি
আমার জীবনে সব
থেকে বড় পাওয়া।
দিনটা ভালো কাটুক।
Bangla Good Morning Image,Suprovat Pic:
Bangla Good Morning Image,Suprovat Pic
Bangla Good Morning Image,Suprovat Pic
Bangla Good Morning Image,Suprovat Pic
Bangla Good Morning Image,Suprovat Pic
Bangla Good Morning Image,Suprovat Pic
Bangla Good Morning SMS 2021– Suprovat SMS
” ভোরের প্রথম সোনালী আলো,
স্বপ্ন নতুন
জাগিয়ে গেলো,
শিশির ভেজা
ঘাসের পাতায়,
তোমার হাতের
অল্সো ছোঁয়ায়,
ফুটলো সকাল
কাটলো রাত,
তাই মিষ্টি
মুখে জানাই
– সুপ্রভাত “
” সকাল হলো ঘুম ভাঙলো,
হটাৎ দেখি
শিশির পড়লো।
ওমা ! ইটা
আবার কি
হলো?
যা “এস
এম এস
” টা ভিজে
গেলো
তাড়াতাড়ি উঠের
যায়, এস
এম এস
টা রোদে
দাও।
*** গুড মর্নিং
*** “
” শুভ সকাল
শান্ত মন,
তুমি বন্ধু
আছো কেমন?
রাত পোহালো
ভোর হলো,
আমি বন্ধু
আছি ভালো,
ভালো থেকেও
সারা দিন,
তোমাকে জানাই
*** গুড মর্নিং
*** “
” সূর্যের আগমনে চারদিক হয়ে গেলো
আলো,
একটু আগে
রাত্রি শেষ
হলো।
মধুর কণ্ঠে
পাখি গাইছে
গান,
এস এম
এস দিয়ে
জানিয়ে দিলাম
আমার অন্তরের
টান।
*** শুভ সকাল***
“
” ঘুম ঘুম
রাতের শেষে,
সূর্য আবার
উঠলো হেসে।
ফুটলো আবার
ভোরের আলো,
দিনটা সবার
কাটুক ভালো।
শুরু হলো
নতুন দিন,
জানায় এবার
– গুড মর্নিং
“
” রাতের শেষে সকাল হলো,
দেখা যাচ্ছে
সূর্যের আলো।
সকাল বেলার
নীল আকাশ,
কি দারুন
শীতল বাতাস।
সব কিছু
আল্লাহর হুকুম,
সবাইকে জানাই
আরসালামুলাইকুম। “
” রাত বলছে
তোমায় আমি
ভীষণ ভালো
বেশি,
তুমি স্বপ্ন
দেখবে বলেই
দিনের পরে
আসি।
ঘুম পারবো
বলেই তোমার
মাথায় বুলাই
হাত,
ভালোবাসা দিয়ে
তোমাকে জানাই
সুপ্রভাত ।
“
” তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি
তুমি পাথরের
গায়ের ঝর্ণার
পানি
তুমি বর্ষার
এক পশলা
বৃষ্টি
তুমি মাঝ
রাতের পূর্ণিমার
চাঁদ
তুমি সকালে
স্নিগ্ধ সূর্যের
আলো
তুমি হলে
আমার বন্ধু
ভীষণ ভালো।
***** গুড মর্নিং ***** “
আকাশের জন্য নীলিমা,
চাঁদের জন্য পূর্নিমা,
পাহাড়ের জন্য ঝর্না,
নদীর জন্য মোহনা,
আর তোমাদের জন্য রইলো
***** গুড মর্নিং ***** “
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ...
Thank You, Visit Again...
Comments