Romantic Bangla Love SMS -Bangla Romantic Status
Romantic Bangla Love SMS Bangla Romantic Status & Quotes
"জীবন এক বিরক্তিকর অধ্যায়।
তবুও পরবর্তী পরিচ্ছেদে
তুমি আছ ভেবে পাতা উল্টাই। "
তবুও পরবর্তী পরিচ্ছেদে
তুমি আছ ভেবে পাতা উল্টাই। "
![]() |
Romantic Bangla Love SMS Bangla Romantic Status |
Bangla Romantic Status:- আপনি কি ভালোবাসার sms খজুছেন ? তাহলে এই পেজটি আপনার জন্য এই পোস্টে বাছাই করা Romantic Bangla Love SMS,Bangla Romantic Status দিয়ে সাজানো sms গুলি আপনি একদম বিনামূল্যে কপি করে আপনার সোশ্যাল প্রফাইলে শেয়ার করতে পারেন। আমাদের পোস্টে bangla status,bangla romantic sms,Bangla Romantic Status দিয়ে সাজানো। আসা করি আপনার sms গুলি ভালো লাগবে।
আরো দেখুন -.সেরা কিছু ফেইসবুক স্টেটাস
Romantic Bangla Love SMS Bangla Romantic Status, Bangla
romantic SMS kobita, Bangla romantic status for Facebook, Bangla romantic kobita image.Whatsapp Status in Bengali
Bangla Romantic Status,bangla romantic sms
#Romantic Love Message
"যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥ "
তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥ "
"আবার যদি বৃষ্টি নামে ,
আমি তোমার প্রথম হবো ,
লেপ্টে যাওয়া সারির মতো অঙ্গ তোমার জড়িয়ে হবো ....."
"একটি গল্প লিখবো স্মৃতির পাতায় ,
একটা ছবি আঁকবো মনের খাতায় ,
শুধু একটা প্রশ্ন করবো তোমায় ,
বন্ধু মনের পরে কি তোমায় ...."
"ভদ্র ছেলে জন্য
মেয়েদের মনে কখনো প্রেম জাগে না ,
যা জাগে সেটা হলো সহানুভূতি ....."
মিষ্টি চাঁদের মিষ্টি এল ,
বাসি তোমায় অনেক ভালো ,
মিষ্টি মিষ্টি তারার সারাবেলা
দেখবো তোমায় সারাবেলা ,
নিশিরাতে শান্ত ভুবন ,
চাইবো তোমায় সারা জীবন ......."
নাই বা হলো প্রতিদিন কথা
এই মনের মাজে শুধু তুমি ছিলে ,
আছো আর সারাজীবন থাকবে
I Love You Jann ".
"' সম্পর্ক সেটাকেই বলে,
যেখানে অভিমান থাকবে,
কিন্তু অজুহাত থাকবে না,
জগড়া থাকবে কিন্তু দুরুত্ব
থাকবে না .... ""
"" জীবন এমন হয়ে গেছে
আমি নিজেও বুজতে পারি না,
আমার কি করা উচিত
সেটাও বুজতে পারি না ,""
"এমন একজনকে
ভালোবেসে ফেলেছি,
যাকে চাওয়াটা অন্যায় ,
আর ভুলে যাওয়াটা ,
অসম্ভব "
" ভালোবাসা কখনো ভেবে ,
চিন্তে হয় না ;ভালোবাসা তো
মনের অজান্তে হটাৎ করে হয়ে যাই
এটাই তো হলো ভালোবাসা ,"
"তোমার প্রতি আমার
কোনোও অধিকার নেই ,
সেটা আমি নিজেও বুজেও
পারিনি ,পদে পদে বুজিয়ে
দেওয়া জন্য ধন্যবাদ ,"
"মাটির বন্ধু মেঘ .
মেঘের বন্ধু বৃষ্টি .
বৃষ্টির বন্ধু সবন .
যে বাঁচিয়ে রাখে সৃষ্টি
এই সৃষ্টির মাঝে টমি-
আর তোমার মাঝে আমি ...."
"বন্ধু তোমার শোকে ছড়িয়ে দিও ,
জবা গোলাপ ফুল। .
বন্ধু আমি তোমার নিসি,
জাগবো চিরো কাল...."
"তুমি যদি ভালোবাসো গো ,
চাঁদের মতো দেব আলো ,
যদি আমায় ভালো আপন ,
হবো তোমার মনের মতো ,
যদি যেমন দেয় মোহনা ,
তেমনি আমি তোমার উপমা। ."
" হাতে হাত ,কানে কাছে মুখটি ানে বলে ,
আসে না কাছে ,দুজন ভিজি আজ প্রেম এর
বৃষ্টি জলে। ."
" দিনের সূচনায় চাই তোমাকে .
রাতের জোসনায় চাই তোমাকে ,
বড়ো বেশি ভালোবাসি তোমায় আমি ,
এক মুঠো ভালোবাসার যদি দাও ,
এক পৃথিবী সুখ এনে দিবো তোমায় ,
এই মন তোমাকে আপন করে নিবো "
" সেই তুমিতা কে চাই ,,
যে তুমি হাজার কষ্টের হার মানিয়ে
পাশে থাকবে !"
"কবিতার উপমায় খুজিনি তমায় ,,
খুজিনি গানের শুরে ,,
জানি তুমি আছো শুদু আমার এই রিদয় জুড়ে ,,
হাজার প্রশ্নের একটা উত্তর ,,
আর কারো নয় ,
তুমি শুদু আমার ,,"
" ভালো লাগে তোর চোখের রাখতে।
ভালো লাগে তোর সাথে অনেক্ষন পথ হাটতে ,
ভালো লাগে তোর সাথে স্বপ্ন জাল বুনতে ,
আর মন চাই সারাটা জীবন তোকে উজাড় করে ভালোবাসতে ,"
যেথায় সূর্য চলে যাই রাত আসে ,
চাঁদের আলোতে জোছনা হাসে।
সেই জোসনায় আলোতে দাঁড়িয়ে তুমি ,
আমি খুব কাছে কাছে আজ এখনই এই সময় ,
বলে তোমায় আমি ভালোবাসি ,,,!"
" কোন রঙেরই চুয়াই তুই ভুলে আছিস আমি ,
আজ এক আসি শুদু তোর আসায় ,
স্বপ্ন আমার দুটি চোখের তোকে ,
শুদু ঘিরে ,কেমন করে থাকিস রে তুই আমাকে ভুলে ...!"
Comments