Best Bangla Good Night SMS Bengali Good Night Shayari
Best Bangla Good Night SMS Bengali Good Night Shayari
![]() |
Best Bangla Good Night SMS Bengali Good Night Shayari |
Bangla Good Night SMS 2021:good
night,good night sms,good night video,bengali good night whatsapp
video,good night bengali song,bengali good night video,good night
song,good night whatsapp video,bengali good night video download,good
night message,good night quotes,good night wishes,good night in
bengali,bengali good night image,good night bengali image,good night sms
in bengali,good night quotes in bengali,new bengali good night
video,letest good night bengali video,good night picture,romantic
bengali good night
Bangla Good Night SMS 2021 – Shuvo Ratri SMS
Bengali Good Night image Shayari
![]() |
Bangla Good Night Image, Good Night Shayari image |
![]() |
Bangla Good Night Image, Good Night Shayari image |
![]() |
Bangla Good Night Image, Good Night Shayari image |
![]() |
Bangla Good Night Image, Good Night Shayari image |
![]() |
Bangla Good Night Image, Good Night Shayari image |
![]() |
Bangla Good Night Image, Good Night Shayari image |
![]() |
Bangla Good Night Image, Good Night Shayari image |
![]() |
Bangla Good Night Image, Good Night Shayari image |
![]() | ||
Bangla Good Night Image, Good Night Shayari image |
Bengali Good Night Sad SMS Shayari
রেখোনা কোনো ব্যথা বুকে ভরে
দুঃখ কষ্ট গুলো স্পর্শ না করে
অজানা অচেনা অভিমানে
সুন্দর হয় যেনো প্রতিটিরাত
প্রকৃতির নতুন আহ্বানে।
____শুভ রাত্রি__
আসা পুন্য হোক ,দুঃখ
গুলো দূর যাক ,সুখে
জীবনটা ভোরে যাক
-শুভ রাত্রি-
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি ।
তোমাকে জানাই ** শুভ রাত্রি ****
জ্যোৎস্না ভরা চাঁদের আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো,
ঘুম আমায় জানিয়ে দিলো ।
*** গুড নাইট ***
আকাশটা আজ কাল মেঘ করেছে পর্দা ঢাকা
আড়াল করে জোছনাকে লুকিয়ে রাখা।
ঘুম আসেনা দুই চোখেতে আজ কিসের মায়া
জানলা খুলে বাইরে দেখি তোমার স্মৃতির ছায়া।
____শুভ রাত্রি বন্ধু & good night____
এই রাত স্বপ্ন জড়ানো
এই রাত স্মৃতিতে ভরানো,
মনের আড়ালে থাকা
অনেক কথা আরও কত কিছু!
রাতের জোনাকির মতো
ছাড়েনা স্মৃতি গুলো কিছুতেই পিছু।
__good night__
ঘরের বাতি নিভে যাক যদি নেভে
সারা রাত্রি কাটিয়ে দেবো তোমায় ভেবে,
বাতাসটা আজ ঝরা ফুলের গন্ধ মাখা
রজনী ফুরাবে তবু একা থাকা।
____শুভ রাত্রি___
সব রাতে পূর্ণিমা হয়না
সব ফুলে থাকেনা গন্ধ,
সব স্বপ্ন পূর্ণ হয়না
থেকে যায় কিছু অসমাপ্ত।
____শুভ রাত্রি___
ফুলের পরি হওয়ার দোলায় গন্ধ ছড়ায় বনে
বন্ধু তুমি কোথায় আছো পড়ছে তোমায় মনে,
আমি তোমার আঁধার রাতের নীল আকাশের যাত্রী
বন্ধু তোমায় জানাই আমি মিষ্টি শুভ রাত্রি,
__sweet Dreams__
রাত্রি হলো মুছলো আলো নেমে এলো আঁধার
গগন পনে চেয়ে দেখো পাবে তারার বাহার,
ওই খানেতে একটি তারা করছে তোমায় মিস
ভাবছে তুমি থাকলে কাছে করতো তোমায় কিস,
“শুভ রাত্রি ডিয়ার”
তুমি আমার চাঁদের আলো
তুমি আমার প্রিয়া
তুমি আমার প্রাণ সজনী
তুমিই আমার হিয়া,
হৃদয় মাঝে আছো তুমি
থাকবে চিরকাল
এখন তুমি ঘুমিয়ে পরো
হবে কথা আবার কাল,
____GooD NighT____
দূর আকাশে চাঁদের গায়ে
থাকে হাজার তারা,
ভালো করে তাকিয়ে দেখো
একটি তারা করছে ঈসারা,
বলছে তোমায় শোনো তুমি
ওগো আমার সজনী
এখন তুমি ঘুমিয়ে পড়ো
হোয়েছ অনেক রজনী,
__goodnight__
রাতের তারা আকাশেতে
মিটি মিটি চায়
সুন্দর চাঁদের আলোয় ভরা
অসীম নীলিমায়,
হাজার তারার আলোর মেলা
গোটা আকাশ জুড়ে
একটু আলোর ছোঁয়া লাগুক
তোমার মনের ঘরে,
≈ g∞d night ≈
চোখ খুলতেই চলে যাবো তারার ভেলায় ভেসে,
ভাববে তুমি একলা বসে অল্প আলোর ঘরে
ছিলাম আমি থাকবো শুধু তোমার মন জুড়ে,
___Good Night___
রাত্রি মানে অনেক কথা রূপ কথার সব গল্প
রাত্রি মনে মান অভিমান একটু অল্প স্বল্প,
রাত্রি মানে স্বপ্ন দেখে একটু মুচকি হাসি
রাত্রি মানে একটু বেশি তোমায় ভালোবাসি।
””” Sweet Dreams Dear “““রাত্রি হলো মুছলো আলো নেমে এলো আঁধার
গগন পনে চেয়ে দেখো পাবে তারার বাহার,
ওই খানেতে একটি তারা করছে তোমায় মিস
ভাবছে তুমি থাকলে কাছে করতো তোমায় কিস,
“শুভ রাত্রি ডিয়ার”
Bengali Good Night Sad SMS Shayar
“ সব অতীত আজ রাতে
ঝরা পাতার মতো মুছে যাক
স্বপ্নময় একটি সুন্দর রাত
শুধু তোমার জীবনে থাক ”
__শুভ রাত্রি…. গুড নাইট__
“ বুকের মাঝে থাকে ব্যথা
থাকে হাজার স্মৃতি
মাঝে মাঝে মনে হয়
একটি রাত হাজার তিথী
কাটেনা দুঃখে ভরা
রজনী গুলো আমার
বুজবে না কেউ কষ্ট গুলো
এই পৃথিবীতে যে যার সে তার ”
_____শুভ রাত্রি_____
“ মায়াবী চাঁদ মাধবী রাত
ইচ্ছে করে রাখি হতে হাত
একটু দুঃখ একটু হাসি
বাজায় মনে স্মৃতির বাঁশি,
আজ গোলাপ পাঁপড়ি তার
মেলতে চায় চাঁদের নীলিমায় ”
___ good night___
“ বিকাল হোয়ে সন্ধ্যা নামে
ঘনিয়ে আসে আঁধার,
আসমানে তে পাখি উরে
সময় এখন ঘরে ফেরার,
চলে গেছে মনের পাখি
ফেরেনা আর ঘরে
তাকে বসে ভবি আমি
একলা অন্ধকারে, ”
_____শুভ রাত্রি_____
“ আছে সব জীবনে নেই ভালোবাসা
ধূ ধূ করে জ্বলে যত কামনা আশা
আলোর বুকে লুকিয়ে থাকে আঁধার
চোখের তারায় শুধু কান্না হারায় ”
_____Good Night_____
ঘুমিয়ে গেছে গাছের পাতা
ঘুমিয়ে গেছে পাখি,
তুমিও এবার ঘুমিয়ে পড়ো
বন্ধ করো আঁখি,
সুন্দর যত স্বপ্ন আছে
আসুক তোমার চোখে
ভরে উঠুক রাত্রি তোমার
থাকো তুমি সুখে,
____good Night____
“ তুমি আমার জীবন মরণ
সইতে পারিনা অর্দশণ,
দুই নয়নের আড়াল হলে
কেদে উঠে আমার মন।
ক্ষণে ক্ষণে শুধু ভবি
আমি কি তোমার কেউ নই! ”
_____শুভ রাত্রি____
“ হটাৎ বৃষ্টি আর হিমেল হওয়া
স্বপ্নের জাল দিক বুনে,
বেলা শেষে সন্ধ্যায় মুক্তির জানালায়
দুচোখ ভরিয়ে দিক তোমার ঘুমে,”
_____good night______
“ শিশির ভেজা রাত ছিলো
ছিলো চাঁদের আলো
রাতের পূর্ণিমা আর জোনাকির আলো
মনে একরাশ খুশি ছিলো
আজ মনে পরে স্মৃতি গুলো
আজও আছে সেই আশা
পাবো তোমার ভালোবাসা
বুকে প্রেমের ক্ষীণ আলো
তোমার স্মৃতি জ্বলে দিলো
তাই মনে পড়ে স্মৃতি গুলো ”
___শুভ রাত্রি___
“ রাত্রি এসে যেথায় মেশে
মনের পারাবারে
তোমার আমার দেখা হবে
সেই মোহনার ধরে ”
_শুভ রাত্রি & Good Night_
জোৎস্না মাখা রাত
হতে রেখে হাত
যেতে হবে বহু দূর
যেখানে হবে প্রভাত
থাকবে শুধু ভালোবাসা
ছোট ছোট সুখ আশা
মুছে যাক যতো আছে
নাপাওয়া আর হতাশা
___শুভ রাত্রি___
বন্ধু তুমি হারিয়ে গেছো
নীল আকাশের পারে
স্বপ্ন গুলো স্মৃতি হয়ে
ভাসে মনের ঘরে,
যত দূরে থাকো তুমি
বন্ধু ভালো থেকো
সময় পেলে একটু শুধু
আমার কথা ভেবো,
চলো যাই স্বপ্নের দেশে
যেখানে স্মৃতিরা মেশে
আলো আঁধারিতে
বলবো কথা মনে মনে
স্বপ্নের বাসভূমি গড়বো দুজনে।
তুমি আমার রাতের আকাশ
নীল গগনের তারা,
তুমি বীনা জীবন আমার
লাগে ছন্নছাড়া,
অন্ধকরে চাঁদের আলো
যখন হয় ক্ষীণ,
তখন তোমায় স্বপ্নে দেখি
আমি প্রতিদিন,
দিনের শেষে রাত্রি যখন
হয়ে পরে নিঝুম,
তোমার স্মৃতির আদর নিয়ে
দুচোখে নেমে আসে ঘুম।
__GooD Night__
হারিয়ে যাই চলো আজ দুজনায়
সুন্দর রাতের এই মায়াবী জোছনায়
নিঃস্বাশ্বাসে খুঁজে পাবো দুজনার বিশ্বাস
হৃদয়ের মাঝে খুঁজে নেবো মনের বসবাস
সঙ্গী হবে পূর্ণিমা চাঁদ আর তারার মেলা
নাইবা হলো সত্যি সবনপ্নই হোক মিলন বেলা
___Good Night___
স্বপ্ন হয়ে আসবো আমি
করবো তোমায় আদর
আলতো করে জড়িয়ে দেবো
তোমার গায়ে চাদর
স্বপ্ন দেখে ঘুম ভেঙে
উঠবে যখন জেগে
দেখবে আমি চলে গেছি
তোমায় ফাঁকি দিয়ে
“GooD Night“
“ কিছু রাত স্বপ্ন জড়ানো
কিছু রাত অশ্রু ঝরানো
জ্বলে নেভে কত আশা
যত আশা ভালোবাসা
যত আছে স্মৃতি জোড়া
তারি মাঝে তুমি ভরা
তুমি আছো স্বপ্ন শয়নে
তোমাকে ভুলি কেমনে! ”
__GooD NighT__
আমি তোমার অধার যাত্রী
জোছনা ছুঁয়েছে নীরব রাত্রি,
দিয়ে গেলাম সুন্দর রজনী
চোখে আসুক মধুর নিষুপ্তি,
বন্ধু তুমি ভালো থেকো
জানায় তোমায় শুভ তামসী,
__Good Night__
Dear reader, hope all of you like this Best Bangla Good Night SMS Bengali Good Night Shayari . Please don’t forget to share for everyone thank you.
Good night sms in bengali
Good night sms in bengali and good night images in bengali is here. In this post you will get many Good Night SMS Bengali, Good Night Shayari bengali,You can share post this Good Night SMS Bengali, good night picture and status on your Facebook timeline. These sms and images posted here for all peoples who like bangla wishes. All bangladeshi and bengali language user like to wish in bengali. So from here you can collect your favorite sms and wishes for good night
Valo
ReplyDelete